Bangladesh: করতোয়া থেকে মৃতদেহ উঠছেই, মন্দিরে যেতে গিয়ে মর্মান্তিক নৌদুর্ঘটনা বাংলাদেশে

বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক সময়ে সবথেকে বড় নৌ দুর্ঘটনা (Ferry Accident) ঘটে গেছে রবিবার। মহালয়া উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাডুবি হয় করতোয়া নদীতে। দুর্ঘটনার ৪৮ ঘণ্টা…

বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক সময়ে সবথেকে বড় নৌ দুর্ঘটনা (Ferry Accident) ঘটে গেছে রবিবার। মহালয়া উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাডুবি হয় করতোয়া নদীতে। দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পরেও মিলছে নিহতদের দেহ। পঞ্চগড় জেলার বদরেশ্বরী মন্দিরে যেতে গিয়ে নৌদুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধ শতাধিক।

পঞ্চগড় জেলা প্রশাসন জানিয়েছে, বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার সকাল্ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহু যাত্রী নিখোঁজ।

পঞ্চগড়ের জেলাশাসক মহ. জহিরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ১৩ জন শিশু। উদ্ধার অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির পর কিছু দেহ উদ্ধার হয় পার্শ্ববর্তী দিনাজপুর জেলার আত্রাই (আত্রেয়ী) নদী থেকে। উদ্ধারকারীরা বলছেন স্রোতের টানে দেহ ভেসে গিয়েছে আরও দূরে।

নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পঞ্চগড় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। তিনি জানান, রবিবার দুপুরে মহালয়া উৎসব উৎযাপন করতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নদী পেরিয় মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রী সহ ডুবে যায় নৌকাটি। মঙ্গলবার সকাল পর্যন্ত নৌকার মাঝি হাসান আলীর দেহ মিলেছে।