Textbook Festival: নতুন বছর শুরু বই উৎসবে, কোটি কোটি পড়ুয়ারা পাবে বিনামূল্যে

Textbook Festival 2023: বই দিয়েই বছর শুরু। ইংরাজি নতুন বছরের প্রথম দিন এভাবেই পালন করবে বাংলাদেশ সরকার। মহামারি করোনার কারণে গত দু বছর বই উৎসব…

Bangladesh national Textbook

Textbook Festival 2023: বই দিয়েই বছর শুরু। ইংরাজি নতুন বছরের প্রথম দিন এভাবেই পালন করবে বাংলাদেশ সরকার। মহামারি করোনার কারণে গত দু বছর বই উৎসব হয়নি। এবার শিক্ষাবর্ষ শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। বছরের প্রথম দিনেই বই উৎসব করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক ও শিক্ষা মন্ত্রক তৈরি।

বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, কাগজের মূল্য বৃদ্ধি এবং যথাসময়ে কাগজ পেতে দেরি হওয়া, টেন্ডার প্রক্রিয়ায় জটিলতা কাটিয়েও বছরের শুরুতে বই পৌঁছে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বই উৎসব হবে ঢাকার গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে। শিক্ষামন্ত্রী দীপু মনি বই উৎসবের উদ্বোধন করবেন।

১ জানুয়ারি মাধ্যমিকে ৮০ শতাংশ এবং প্রাথমিকের ৭১ শতাংশ বই পৌঁছে গেছে বিদ্যালয়ে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকস্তরের মোট ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ শিক্ষার্থীর জন্য পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে। বিনামূল্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই ছাপছে

শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে বাংলাদেশ সরকার বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয়। ওই বছর সরকার ২৯৬ কোটি ৭ লাখ টাকার পাঠ্যপুস্তক প্রদানের উদ্যোগ নেয়। ২০১০ সালের ১ জানুয়ারি প্রথম উদ্বোধন হয়।

বাংলাদেশে শিক্ষার হার প্রসারে এই উদ্যোগ চলছে। ১৯৯০ সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর হার ছিল ৬১ ভাগ, বর্তমানে তা উন্নীত হয়েছে শতকরা ৯৭.৭ ভাগে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূূূূমিকা পালন করেছে।