ক্ষমতাচ্যুত হাসিনার অবস্থানে স্বীকৃতি! নরম ইউনূস, দুর্গাপূজায় বাংলাদেশ পাঠাবে ইলিশ

আসন্ন দুর্গাপূজা (Durga Puja) উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের (Bangladesh) ক্ষমতায় থাকা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইলিশ না…

Bangladesh government will send three thousand tons of hilsa to India during Durga Puja

আসন্ন দুর্গাপূজা (Durga Puja) উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের (Bangladesh) ক্ষমতায় থাকা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইলিশ না পাঠানোর অনড় মনোভাব থেকে নরম হল বাংলাদেশ। 

জ্বলছে চট্টগ্রাম, বাংলাদেশে চাকমাদের বাঁচাতে মোদীর দ্বারস্থ উপজাতি নেতারা

   

মরশুমে বাংলাদেশে বিপুল ইলিশ মজুত হয়েছে। রফতানি না করলেও দেশের বাজারেও দাম চড়া। আর সীমান্তে বেড়েছে ইলিশ পাচার। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার দিকে চোরাপথে ইলিশ পাঠানোর একেকটি চালান ধরা পড়ছে। এরপরই ইলিশ রফতানিতে সায় দিল বাংলাদেশ।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশ জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন এসেছে। আরও বলা হয়েছে, রফতানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলো।

আরজি কর কাণ্ডে ‘রাত-দখলকারী’দের বিরুদ্ধে এবার মামলা-তলব শুরু পুলিশের

সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়। এমন অবস্থায় ভারতের মৎস আমদামিকারকদের পক্ষ থেকে দুর্গাপূজার সময় ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়।

এর জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, “আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামী মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণও এটি উপভোগ (খেতে) পারবে।” 

ফের অশান্ত মণিপুর, অনুপ্রবেশ ৯০০ কুকি জঙ্গির

বাংলাদেশে গণবিক্ষোভের কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তাঁর সরকার প্রতি বছর দুর্গাপূজার সময় ইলিশ রফতানি করত। পালাবদলের পর ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সিদ্ধান্ত ছিল ইলিশ পাঠানো হবে না। দেখা যায় সরকার ইলিশ দিতে অনড় হলেও বাংলাদেশের রফতানিকারকরা অখুশি। শুরু হয় ইলিশ চোরাচালান। গত কয়েকদিনে বড় বড় ইলিশ চোরাচালান আটকেছে বর্ডার গার্ড বাংলাদেশ।