Bangladesh: ইছামতি সাঁতরে পাচারকারী ঢুকেছে পশ্চিমবঙ্গে, কোটি কোটি টাকার সোনা উদ্ধার

কালীপূজার (Kalipuja) আগে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে সোনা পাচারের (Gold Smuggling) ধুম লেগেছে। গত এক মাসে বারে বারে বিপুল সোনা উদ্ধার হয়েছে আন্তর্জাতিক সীমান্ত এলাকায়।…

কালীপূজার (Kalipuja) আগে বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে সোনা পাচারের (Gold Smuggling) ধুম লেগেছে। গত এক মাসে বারে বারে বিপুল সোনা উদ্ধার হয়েছে আন্তর্জাতিক সীমান্ত এলাকায়। শনিবার প্রতিবেশি দেশ ভারতের লাগোয়া যশোরের শার্শা থেকে প্রায় তিন কোটির বেশি চোরাই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক নদী ইছামতিতে আরও চোরাই সোনা উদ্ধার অভিযান চলছে।

  • বাংলাদেশ বর্ডার গার্ড (BGB) সোনা পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে।
  • বাংলাদেশ থেকে বিপুল সোনা পাচার করতে মরিয়া পাচারকারীরা।
  • মাস খানেক ধরে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার পাচার আটকেছে বিজিবি।
  • বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের সবকটি জেলায় পাচারকারীদের নেটওয়ার্ক সক্রিয়।

বিস্তারিত সংবাদ পড়ুন:

কালীপূজা ও দীপাবলির সময় বাজারে সোনার চাহিদা তুঙ্গে ওঠে। ঠিক এই সময়টিতে বাংলাদেশ থেকে সোনা পাচারকারীরা অতি সক্রিয় থাকে। সেরকমই অভিযানে ফের সীমান্তে ধরা পড়ল সোনা পাচারকারী।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা সীমান্ত থেকে (৩,৪৯,৫৯,৫৩৪) তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ ঊনষাট হাজার পাঁচশ চৌত্রিশ টাকা (বাংলাদেশি মূদ্রায় মান) মূল্যের ৫.০১৪ কেজি ওজনের ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বিজিবি খুলনা ব্যাটালিয়ন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চোরাই সোনার একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। লে: কর্নেল মহম্মদ তানভীর রহমানের নেতৃত্বে অভিযান হ়য।

ভারতীয় সীমান্তের ১০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট গ্রাম। ইছামতি নদীর পাড়ে গোপনে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ রক্ষীরা। তিন সন্দেহ জনক ব্যক্তি একেবারে সীমান্তের কাছে ছিল। তাদের থামতে বললে, তারা দৌড়ে পালালোর চেষ্টা করে। বিজিবি রক্ষীরা ধাওয়া করে।

বিজিবি জানাচ্ছে, এক ব্যক্তি সোনা ভর্তি ব্যাগ ফেলে ইছামতিতে ঝাঁপ দেয়। সে সাঁতরে ভারতের অভ্যন্তরে ঢুকে পডেছে। বিজিবি সেই ব্যাগ থেকে ৫.০১৪ কেজি ওজনের মোট ৪৩ পিস সোনার বার উদ্ধার করেছে।