Bangladesh: সোনায় মোড়া মানুষ ধৃত সীমান্তে, পশ্চিমবঙ্গে দশ কোটির পাচার রুখল বিজিবি

এ যেন সোনায় মোড়া মানুষ! গোল্ডম্যান!  তল্লাশি করতে গিয়ে চোখ কপালে উঠে গেল (Bangladesh) বাংলাদেশ সীমান্তরক্ষীদের (BGB)। কে বলবে এক নিরীহ সা়ইকেল আরোহীর দেহে তাল…

এ যেন সোনায় মোড়া মানুষ! গোল্ডম্যান!  তল্লাশি করতে গিয়ে চোখ কপালে উঠে গেল (Bangladesh) বাংলাদেশ সীমান্তরক্ষীদের (BGB)। কে বলবে এক নিরীহ সা়ইকেল আরোহীর দেহে তাল তাল সোনা বা়ঁধা রয়েছে । সেই সোনা সীমান্ত পার করে দিলেই মোটা টাকার কমিশন। সুযোগ বুঝে সাইকেল করে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল পাচারকারী। মাঝপথে হাজির বিজিবি   (Border Guard Bangladesh) রক্ষীরা।

মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ঝিকরগাছা সীমান্ত থেকে দশ কোটি টাকার (বাংলাদেশি মূল্য) ১২.৫০০ কেজি ওজনের ১০৬টি সোনার বার বাজেই করা হয়। এক সোনা পাচারকারী ধরা পড়েছে। ধরা পড়ে জেরায় নিজের নাম সাজু আহমেদ বলে জানায় ওই পাচারকারী। তার বাড়ি যশোরের বড় কাবিলপুরে।

পুরো শরীরে সোনা বাঁধা ‘গোল্ডম্যান’ সাজুর দেহ সবশুদ্ধ দশ কোটি টাকার সোনার বার বাঁধা ছিল। তাকে জেরা করে সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে থাকা সোনা পাচারকারীর সম্পর্কে বিশদে জানার চেষ্টা করছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বিজিবি  লে: কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী। ভারত সীমান্তের  ঝিকরগাছা উপজেলার কাশিপুর ব্যাঙদা সীমান্তের কাছে সোনা পাচার হচ্ছিল।

বিজিবি জানাচ্ছে, এক সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয়। তাকে ধরা হয় স্থানীয় বাঁশতলা মোড়ে। তার পুরো দেহে বিশেষ কায়দায় সোনা বাঁধা ছিল। তল্লাশি করতেই দেখা যায় সে যেন আস্ত সোনায় মোড়া মানুষ! চমকে যান বিজিবি রক্ষীরা।

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রোজই কোটি কোটি টাকার সোনা উদ্ধার হচ্ছে। চোরাই সোনা উদ্ধারে লাগাতার অভিযান চালাচ্ছে বাংলাদেশের সীমান্ত বাহিনী। তেমনই এক অভিযানে ফের পশ্চিমবঙ্গের লাগোয়া সীমান্ত এলাকায় বিপুল সোনা পাচার রুখেছে বলে দাবি করল বিজিবি।

বিজিবি জানাচ্ছে প্রতি বছর কালীপূজার সময় সোনার বাজারে চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে সোনা পাচার হয়। এবছর পাচারের পরিমাণ খুব বেশি। সোনা পাচার রুখতে চলছে অভিযান।