Bangladesh: পোড়া দেহের ক্ষত সারাতে ‘ঢাকার ডাক্তারবাবু’র বিশ্ব পরিচিতি, সামন্ত লাল সেন মন্ত্রী

আগুনের সাথে জলের বৈরি সম্পর্ক। বাংলাদেশের মাটিতে আগুনের সাথে যুদ্ধে জলের পাশাপাশি চর্চিত হয় সামন্ত লাল সেনের নাম। পোড়া শরীরের ক্ষত সারাতে ঢাকার এই ডাক্তারবাবুর…

আগুনের সাথে জলের বৈরি সম্পর্ক। বাংলাদেশের মাটিতে আগুনের সাথে যুদ্ধে জলের পাশাপাশি চর্চিত হয় সামন্ত লাল সেনের নাম। পোড়া শরীরের ক্ষত সারাতে ঢাকার এই ডাক্তারবাবুর বিশ্ব পরিচিতি। বাংলাদেশের (Bangladesh) অন্যতম চিকিৎসক ভোটে না দাঁড়িয়েই ঢুকলেন শেখ হাসিনার মন্ত্রিসভায়।

মন্ত্রী হলে চিকিৎসা করার সময় পাবেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন প্রথিতযশা চিকিৎসক সামন্ত লাল সেন। আগুনে পোড়া শরীরের যন্ত্রণা নিরাময় তাঁর কাছে ব্রত। কিন্তু মন্ত্রীত্ব তো কাঁটার মুকুট! ডা. সেন বলছেন আমি বিস্মিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মন্ত্রিসভায় আমাকে রাখলেন এ তো বিস্ময়।

বাংলাদেশের সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রত্যাশিতভাবেই টানা চারবার সরকার গড়েছে। টানা চারবার মহিলা প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব নজির গড়েছেন শেখ হাসিনা। তবে তিনি মোট পাঁচবার প্রধানমন্ত্রী হলেন। এবার তিনি যে নতুন মন্ত্রিসভা গড়েছেন তাতে ডা. সামন্ত লাল সেনের নাম দেখে বিস্মিত যেমন রাজনৈতিক মহল তেমনই ডাক্তারবাবু নিজেও বিস্মিত।

বাংলাদেশের মন্ত্রি পরিষদ বিভাগ সূত্রে খবর দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন। 

অধ্যাপক সামন্ত লাল সেন ১৯৪৯ সালের ২৪ নভেম্বর হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন সামন্ত লাল সেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম বার্ন বিভাগ চালু হয়। সামন্ত লাল সেন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। এরপরই চমক তৈরি হয় সামন্ত লাল সেনের নাম নিয়ে। সামন্ত লাল সেন বলেছেন মন্ত্রী হবার ঘটনায় আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। আমি জানি না আমি কতটুকু পারব। আমার বার্ন নিয়ে আমি কাজ করি। সেখানে নতুন করে আবার একটা দায়িত্ব, দেখি।