Bangladesh: ভোটের আগে সীমান্ত-ট্রেন চলাচল বন্ধ, ‘লীগে-লীগে লড়াই’ বাংলাদেশে

প্রসেনজিৎ চৌধুরী: পদ্মা-মেঘনা-যমুনার তীরে ভোট। বাংলাদেশে ভোট। সীমান্তের ওপারে ছুটছে বিজিবি রক্ষীদের কনভয়। এপারের যে কোনও সীমান্ত জনপদ থেকে সেই দৃশ্য স্পষ্ট। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা,…

Bangladesh-India Train Service

প্রসেনজিৎ চৌধুরী: পদ্মা-মেঘনা-যমুনার তীরে ভোট। বাংলাদেশে ভোট। সীমান্তের ওপারে ছুটছে বিজিবি রক্ষীদের কনভয়। এপারের যে কোনও সীমান্ত জনপদ থেকে সেই দৃশ্য স্পষ্ট। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, অসমের বরাক উপত্যকার মতো বাংলাভাষী অধ্যুষিত রাজ্যগুলিতে আলোচিত হচ্ছে পদ্মাপারের (Bangladesh) নির্বাচন। এবার জাতীয় সংসদের ৩০০টি আসনের লড়াইয়ে কোনও সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ নেই। বাংলাদেশে চলছে লীগে-লীগে লড়াই!

নির্বাচনের আগে বন্ধ ভারত ও মায়ানমারের সীমান্ত। পরিকল্পিত দুর্ঘটনা এড়াতে বন্ধ ট্রেন চলাচল। এমনই নাশকতার আবহে ১২তম জাতীয় নির্বাচন বাংলাদেশে। এ দৃশ্য বাংলাদেশে নতুন কিছু নয়। অখণ্ড পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান থেকে ১৯৭১ সালে বাংলাদেশ তৈরি হবার পর সব নির্বাচনই রক্তাক্ত। তবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গত ১১টি জাতীয় নির্বাচনে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে ভোটযুদ্ধ হলেও এবার চলছে ছায়াযুদ্ধ!

লীগে-লীগে লড়াই? বাংলাদেশ নির্বাচন নিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। এর অন্তর্নিহিত অর্থ হলো, এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের সরকারে থাকা আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের মূল ভোট লড়াই। দলীয় প্রার্থী না হতে পেরে গতবারের সাংসদ, হেভিওয়েট নেতৃত্বরা নিজ নিজ ভোট ক্ষমতা নিয়ে নির্বাচনী লড়াইতে নেমেছেন। এই ধারা গত কয়েকটি স্থানীয় ভোটেও লক্ষ্য করা গেছিল। জাতীয় নির্বাচনে সেটি বৃহত্তর আকার নিল। বিক্ষুব্ধরা নিজেদের স্বতন্ত্র (নির্দল) বলে দাবি করেছেন। সেই অর্থে মূল আওয়ামী লীগ বনাম দলটির বিক্ষুব্ধদের ভোট যুদ্ধ চর্চিত ‘লীগে-লীগে লড়াই’। নিশ্চিত জয় দেখে মুচকি হাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বাংলাদেশের পূর্বতন ক্ষমতাসীন দল জাতীয় পার্টি (জাপা) এখন সংসদে বিরোধীপক্ষ। তবে বিরোধী নেত্রী রওশন এরশাদ ভোটে লড়াই করছেন না। তিনি পূর্বতন স্বৈরশাসক-সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। তবে জাপার নেতা জি এম কাদের লড়াই করছেন। ভোটে শাসক আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাপা’র মধ্যে সমঝোতা হয়েছে!

জাপা সংসদে বিরোধী দল হলেও দেশটির প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পূর্বতন এই শাসক দলটির নেত্রী খালেদা জিয়া একাধিক দুর্নীতির মামলায় বিচারাধীন ও অসুস্থ হয়ে ‘গৃহবন্দি’। আর নির্বাচন বয়কট করেছে বিএনপি। তারা বলেছে এবারের ভোট আসলে ‘বানরের পিঠা ভাগ’।

বাংলাদেশের অপর দুই দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সরকারে থাকা আওয়ামী লীগের জোট শরিক।

১২ তম বাংলাদেশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট। মূল লড়াই ক্ষমতাসীন আওয়ামী লীগ বনাম বিক্ষুব্ধ আওয়ামী লীগের। প্রধান বিরোধী শিবির বিএনপি সহ অন্যান্য বিরোধীদের ভোট বয়কট ও হরতাল।

রাজনৈতিক হেভিওয়েট প্রার্থীরা:
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, (আওয়ামী লীগ), গোপালগঞ্জ। বাঘা সিদ্দিকি, কিংবদন্তি গেরিলা যোদ্ধা, (কৃষক-শ্রমিক জনতা লীগ), টাঙ্গাইল।শামীম ওসমান (খেলা হবে স্লোগান সৃষ্টিকর্তা), আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ। জি এম কাদের, (জাতীয় পার্টি), রংপুর। পঙ্কজ দেবনাথ, (নির্দল), বরিশাল। রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি) , বরিশাল

অরাজনৈতিক হেভিওয়েটরা:
কৌতুক অভিনেতা হিরো আলম (নির্দল), চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি (নির্দল), জনপ্রিয় অভিনেতা ও পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল ঘনিষ্ঠ ফেরদৌস (আওয়ামী লীগ), দুই আন্তর্জাতিক ক্রিকেট তারকা, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান (আওয়ামী লীগ), জনপ্রিয় গায়িকা মমতাজ (আওয়ামী লীগ)।