Bangladesh: সেই ভয়াবহ দুর্গাপূজা পেরিয়ে আপাত শান্ত কুমিল্লা গরম হচ্ছে ভোটের আগুনে

দুর্গাপূজার সময় ইসলামকে অবমাননা গুজবের কারণে সাম্প্রদায়িক হাঙ্গামায় (Bangladesh) বাংলাদেশে আক্রান্ত হয়েছিলেন সংখ্যালঘু হিন্দুরা। ভয়াবহ সেই পরিস্থিতি তৈরির কেন্দ্র ছিল কুমিল্লা। সেই কুমিল্লা পুরনিগমের নির্বাচন…

দুর্গাপূজার সময় ইসলামকে অবমাননা গুজবের কারণে সাম্প্রদায়িক হাঙ্গামায় (Bangladesh) বাংলাদেশে আক্রান্ত হয়েছিলেন সংখ্যালঘু হিন্দুরা। ভয়াবহ সেই পরিস্থিতি তৈরির কেন্দ্র ছিল কুমিল্লা। সেই কুমিল্লা পুরনিগমের নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা। বুধবার ভোট।

দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক হামলায় জড়িত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়রের ঘনিষ্ঠরা এমনই অভিযোগ। তাদের অনেকে ধৃত।

   

কুমিল্লা কর্পোরেশন বিএনপির দখলে। তবে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ নেবেনা।

বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ। আর জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি। তারা নাম কা ওয়াস্তে সংসদে বিরোধী দল হলেও দেশজুড়ে মূল বিরোধীপক্ষ বিএনপি।

তবে বিএনপি দলগতভাবে নির্বাচন বয়কট করায় কুমিল্লা সিটি কর্পোরেশন ভোট লড়াইয়ে সরাসরি নেই খালেদা জিয়ার দল। দলীয় নির্দেশ উপেক্ষা করে নির্দল প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। কুমিল্লা সিটি কর্পেরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সরাসরি ভোটে নেই। প্রাথমিক বিশ্লেষণে আসছে আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে। বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোট। সোমবার থেকে বন্ধ প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার।