Bangladesh: দুর্গাপূজায় গুজব ছড়িয়ে হামলার কেন্দ্র কুমিল্লা হাতছাড়া খালেদা জিয়ার

বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের বিরোধী দল নয় বিএনপি। সংসদের ভিতর জাতীয় পার্টি বিরোধী দলের মর্যাদাভুক্ত। তবে ভোট রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী…

বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের বিরোধী দল নয় বিএনপি। সংসদের ভিতর জাতীয় পার্টি বিরোধী দলের মর্যাদাভুক্ত। তবে ভোট রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সেই দলের দখলে থাকা কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ছিনিয়ে নিল আওয়ামী লীগ। যদিও বিএনপি দলগতভাবে ভোটে অংশ নেয়নি।

কুমিল্লা পুরনিগমের ভোটে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিলই। বুধবার নির্বিঘ্নে ভোটের পর ফল ঘোষণা হতেই দেখা যায় জয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল।

গত বছর দুর্গাপূজার সময় এই কুমিল্লা শহরের পূজা মণ্ডপে ইসলামকে অবমাননা করা হয় এমন গুজবে আক্রান্ত হয়েছিলেন সংখ্যালঘু হিন্দুরা। পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়েছিল হামলা। এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে বিতর্কে পড়ে আওয়ামী লীগ সরকার। তবে পরিস্থিতি সামাল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা থেকে ছড়ানো সেই গুজব ভিত্তিক হামলায় জড়ায় স্থানীয় কয়েকজন উগ্র ধর্মান্ধের নাম। দুর্গাপূজা মণ্ডপে হামলা রুখতে ততকালীন বিএনপি বোর্ডের মেয়র মনিরুল হক সাক্কুর ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। তাঁর ঘনিষ্ঠদের উগ্র রূপ ধরা পড়েছিল ভিডিও ফুটেজে। কুমিল্লা থেকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা শুরু হয়েছিল।

সেই কুমিল্লা পুরনিগম ভোটে পুরবোর্ড বিএনপির হাতছাড়া হলো। নতুন মেয়র হচ্ছেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। আর বিতর্কিত নেতা মনিরুল হক সাক্কু নির্দল প্রার্থী হয়ে পরাজিত হলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত নির্বাচন বয়কটের সঙ্গে একমত না হয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্ব্বিতা করেন। দল তাঁকে বহিষ্কার করেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ভোট বাংলাদেশের নতুন নির্বাচন কমিশনারের অধীন প্রথম ভোট। তিনি শান্তিপূর্ণ ভোট করানোর দাবি করেছিলেন। কুমিল্লার ভোট শান্তিতে হয়েছে।