বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশেষ গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিত্ব (Asif Nazrul) আসিফ নজরুল। তার নামে একাধিক স্কেক্স চ্যাট ভাইরাল। [যদিও সামাজিক মাধ্যমে এই ভয়েস ক্লিপ যাচাই করেনি kolkata 24×7] Asif Nazrul intimate chats viral
অন্তরঙ্গ আলাপ Asif Nazrul intimate chats viral
বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়া এই ‘চ্যাট’গুলোতে যে নারী ও পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে তাতে তারা অত্যন্ত অন্তরঙ্গ কিছু আলাপ করছেন। নারী কন্ঠের আহ্বান.., তুমি জলদি চলে এসো। পুরুষ কণ্ঠে স্পষ্ট হচ্ছে সেই আহ্বানে যেতে না পারার হতাশা। এরকমই একাধিক চ্যাট ভাইরাল। বাংলাদেশের সামাজিক মাধ্যমেই দাবি করা হয়েছে ওই দুই চ্যাটকারী হলেন আসিফ নজরুল ও শীলা আহমেদ। এরা দাম্পত্যসঙ্গী। ভাইরাল ক্নিপগুলোতে দাবি করা হয়েছে,পুনরায় বিবাহ করার আগে শীলা ও আসিফ নজরুলের গোপন সম্পর্ক ছিল। সেরকমই সম্পর্কের সময়কার চ্যাট ফাঁস।
শীলা আহমেদকে বিয়ে Asif Nazrul intimate chats viral
শীলা আহমেদকে বিয়ে করেন আসিফ নজরুল। এই বিবাহ সূত্রে তার সৎ শাশুড়ি হয়ে গেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী (Meher Afroz Shaon) মেহের আফরোজ শাওন। তিনি এখন বাংলাদেশে ‘সৎ শাশুড়ি’ চিহ্নিত।
“সৎ শাশুড়ি”- মেহেরের এমন আত্মীয় সম্পর্কের মূল কারিগর কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁরই দ্বিতীয় স্ত্রী শাওন। আর শাওনের সৎ কন্যা শীলা আহমেদ। শীলা ও শাওন একসময়ের ঘনিষ্ঠ বান্ধবী। তবে শাওনকে বিয়ে করার আহেই হুমায়ূন আহমেদ তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ করেছিলেন। তার প্রথম পক্ষের সন্তানদের একজন শীলা।
বিবাহবিচ্ছেদের পর নতুন সম্পর্কে শীলা Asif Nazrul intimate chats viral
জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদেও তার পূর্ববর্তী বিবাহ সম্পর্ক ছেদ করেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এরপর তিনি ও আসিফ নজরুল নতুন সম্পর্কে জড়ান। তাদের দুজনের নামে কয়েকটি অন্তরঙ্গ চ্যাট প্রবল বিতর্ক তুলছে। এই বিতর্ক থেকে নীরবে দূরে আছেন শীলার বান্ধবী তথা সৎ মা মেহের আফরোজ শাওন।
গণবিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা
গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশ সরকার বিরোধী গণবিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন মুহাম্মদ ইউনূস। সেই সরকারের উপদেষ্টা হয়েছেন আসিফ নজরুল। অভিযোগ, আসিফ নজরুল ঘুরপথে শেখ হাসিনার শাসন পুনরায় প্রতিষ্ঠা করতে মরিয়া। এমন অভিযোগ তুলছে গণবিক্ষোভের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের সমর্থকরা। বারবার দাবি উঠেছে আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরানো হোক।
এবার আসিফ নজরুলের নামে সেক্স চ্যাট ভাইরাল। জামাইয়ের এমন চ্যাট কি শুনেছেন সৎ শাশুড়ি শাওন?এমনও প্রশ্ন ভাইরাল।
Bangladesh: Alleged intimate chats of Bangladesh interim government official Asif Nazrul with Sheela Ahmed go viral. Social media claims they had a secret relationship. Voice clips not verified by Kolkata 24×7