বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma),ভারতের সবচেয়ে প্রিয় সেলিব্রিটি দম্পতিদের মধ্যে অন্যতম। ১১ ডিসেম্বর, ২০২৪ তাদের বিবাহিত জীবনের ৭ বছর পূর্ণ করছেন Virat and Anushka 7 Years of Marriage) । বর্তমানে বিরাট ও অনুষ্কা দুজনেই অস্ট্রেলিয়াতে রয়েছেন । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (India vs Australia)।
তৃতীয় টেস্ট ম্যাচের (Third Test) আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে গোপনে তাদের ৭ম বিবাহবার্ষিকী উদযাপন (Anniversary Celebration) করেছেন। তাদের দুজনের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Photo)।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে (Viral Photo) তাদের দুজনকে একে অপরের সঙ্গে হাঁটতে দেখা গেছে। ছবিতে বিরাট কোহলি (Virat Kohli) কিছুটা পিছনে থাকলেও অনুষ্কা (Anushka Sharma) এগিয়ে চলেছেন। ব্রিসবেনের টিম ইন্ডিয়া হোটেলের বাইরে তোলা এই ছবিটি। অনুষ্কা শর্মা (Anushka Sharma) একটি সাদা টি-শার্ট ও নীল জিন্স পরেছেন এবং ন্যূনতম মেকআপ করেছেন, অন্যদিকে বিরাট কোহলিও (Virat Kohli) বেশ সুদর্শন দেখাচ্ছেন। দুজনেই তাদের ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে আড়াল রাখার চেষ্টা করেছেন।
Virat Kohli and Anushka Sharma Snapped Outside The Team Hotel, Brisbane❤️ pic.twitter.com/cWcI2d5gl2
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) December 11, 2024
ছবিতে বিরাট (Virat Kohli) ও অনুষ্কাকে (Anushka Sharma) একসঙ্গে কেনাকাটা করতে দেখা যায়। তবে তাদের মেয়ে ভামিকা এবং ছেলে আকায় সেখানে ছিল না। এই তারকা দম্পতি তাদের সন্তানদের নিয়ে কখনোই প্রকাশ্যে কোনো ছবি শেয়ার করেন না। বরং তাদের ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব গোপন রাখতে পছন্দ করেন।
প্রসঙ্গত, বিরাট (Virat Kohli) এবং অনুষ্কার (Anushka Sharma) পরিচয় হয়েছিল ২০১৩ সালে। প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেছিলেন একটি টিভি বিজ্ঞাপন শুটিংয়ে। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তারা প্রায় চার বছর একে অপরকে ডেট করার পর, ২০১৭ সালে গোপনে ইতালিতে বিয়ে করেন, যেখানে শুধুমাত্র তাদের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। তাদের বিয়ে ছিল একেবারে ব্যক্তিগত এবং খুবই সাদামাটা।
২০২১ সালে, বিরাট (Virat Kohli) ও অনুষ্কা (Anushka Sharma) প্রথমবারের মতো বাবা-মা হন। তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান, যার নাম ভামিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন বিরাট ও অনুষ্কা, যার নাম অকায় ।