Bangladesh: বাংলাদেশে ধৃত মহিলা জঙ্গি, যুক্তিবাদী অভিজিৎ রায় খুনের আসামীরা অধরা

আদালত থেকে পুলিশের ঘেরাটোপ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির আসামী দুই জঙ্গির খোঁজে তদন্ত প্রক্রিয়ায় এবার ধৃত এক মহিলা জঙ্গি। তাকে জেরা করে পলাতক দুই জঙ্গির বিষয়ে আরও তথ্য নিচ্ছে ঢাকা (Bangladesh) মহানগর পুলিশ।

Dhaka Police on Alert

আদালত থেকে পুলিশের ঘেরাটোপ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির আসামী দুই জঙ্গির খোঁজে তদন্ত প্রক্রিয়ায় এবার ধৃত এক মহিলা জঙ্গি। তাকে জেরা করে পলাতক দুই জঙ্গির বিষয়ে আরও তথ্য নিচ্ছে ঢাকা (Bangladesh) মহানগর পুলিশ। ধৃত মহিলার নাম শিখা। সে পলাতক দুই জঙ্গির একজন আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবের স্ত্রী বলে নিজের পরিচয় দিয়েছে।

শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের জঙ্গি দমন শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের নিয়ে পলাতক দুই জঙ্গিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকার পুলিশ বিভাগ।

Female Rebel Captured in Dhaka

গত বছর ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটক থেকে পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, মইনুল হাসান শামীম ও আবু ছিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেয় আরও কয়েকজন। দুটি মোটরসাইকেলে করে পালায় জঙ্গিরা। আদালতে কড়া নিরাপত্তার মধ্যে ফাঁসির আসামী দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়ে বাংলাদেশ সরকার।

পলাতক দুই জঙ্গি বাংলাদেশের অন্যতম দুই যুক্তিবাদী ব্লগার জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।দুই জঙ্গিকে ধরতে পুলিশের পক্ষ থেকে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে।