বাংলাদেশ ‘স্বাধীন’! ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ খাবার খাইয়ে যুবককে হত্যা

মানসিক ভারসাম্যহীন যুবককে চোর বলে চিহ্নিত করে তাকে গণপ্রহারে খুন করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) অভ্যন্তরেই। খুনের আগে ওই যুবককে শেষ ভাত-ডাল যত খুশি…

A video of a youth being lynched in Dhaka University

মানসিক ভারসাম্যহীন যুবককে চোর বলে চিহ্নিত করে তাকে গণপ্রহারে খুন করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) অভ্যন্তরেই। খুনের আগে ওই যুবককে শেষ ভাত-ডাল যত খুশি খেয়ে নিতে বলা হয়। আক্রান্ত যুবকটি জানতেও পারেনি এটাই তার শেষ খাওয়া। এরপর ফের একদফা গণপিটুনি শুরু হয়। ঘটনাস্থলেই জখম যুবকের মৃত্যু হয়। নৃশংস এই ঘটনার ভিডিও রেকর্ড করেছে হামলাকারীরা। তাদেরই ছড়িয়ে দেওয়া ছবি-ভিডিও (Bangladesh) বাংলাদেশসহ বিশ্বজুড়ে ভাইরাল।

নিহতের নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নে। জানা গেছে মা ও ঘনিষ্ঠ আত্মীয়দের মৃত্যুর পর থেকে তোফাজ্জল মানসিক ভারসাম্য হারিয়েছিল। তার কয়েকজন পরিচিত চিকিৎসা করাচ্ছিলেন। সুস্থ থাকাকালীন তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত।

   

ভয়াবহ সেই দৃশ্য। শেষ খাবার খাইয়ে তোফাজ্জলকে পিটিয়ে মাটিতে ফেলে রাখা হয়। দেখা যাচ্ছে হামলাকারীরা মোবাইলে সেই ছবি তুলে নিচ্ছে। এই দৃশ্য ভাইরাল হতেই বহু বাংলাদেশি সামাজিক মাধ্যমে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে লিখেছেন ‘স্বাধীন দেশ’!

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা বলে চিহ্নিত করেছিলেন ড. ইউনূস। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগে থেকেই বাংলাদেশে তীব্র অরাজকতা চলছে। অভিযোগ, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অরাজকতা থামাতে ব্যর্থ।

কী কারণে ঢাকা বিশ্ববিদ্যীলয়ের মধ্যে মানসিক ভারসাম্যহীন যুবককে ধরে গণপিটুনি দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। অভিযোগ, তোফাজ্জল চুরি করেছিল।বুধবার রাতে তোফাজ্জলকে আটক করে বিশ্ববিদ্যালয়েক ফজলুল হক হলের (ছাত্রাবাস) শিক্ষার্থীরা। রাত ১২টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরেই মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় গণপিটুনি চলছে। কখনো দেখা যায় আক্রান্ত যুবককে শেষ খাবার খেতে বলছে হামলাকারীরা।

তোফাজ্জল নামে ওই ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র আলোড়িত বাংলাদেশ। তদন্তে নেমে ছয় হামলাকারী ছাত্রকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।  শাহবাগ থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, হত্যার ঘটনায় জড়িত থাকা সন্দেহে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ওই ৬ শিক্ষার্থীকে থানায় হস্তান্তর করে।