Pakistan: যে কোনও দিন পাক সংসদ ভাঙবে, সেনা শাসন?

জন্মের পর থেকে গত সত্তর বছরের সিংহভাগ সময় সেনা শাসনের অধীনে থাকা (Pakistan) পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা চলছেই। যে কোনও দিন দেশটির আইনসভা তথা পাকিস্তান পার্লামেন্টে…

Pakistan nuclear weapons

জন্মের পর থেকে গত সত্তর বছরের সিংহভাগ সময় সেনা শাসনের অধীনে থাকা (Pakistan) পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা চলছেই। যে কোনও দিন দেশটির আইনসভা তথা পাকিস্তান পার্লামেন্টে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার ক্ষমতা থেকে সরে যেতে পারে এমনই ইঙ্গিত এসেছে। পাক সংবাদমাধ্যমের খবর, আসন্ন আগস্ট মাসেই সংসদ ভাঙবে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট জন্ম হয়েছিল পাকিস্তানের।

বিবিসির খবর, পাকিস্তানে জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। একই সঙ্গে বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষের পর নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্টের আগেই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

এই জোট সরকার ক্ষমতায় আসে ইমরান খানের নেতৃত্বে চলা জোট সরকারের পতন ঘটিয়ে। এর পর থেতে ইমরান খানকে গ্রেফতারের একটার পর একটা অভিযান ঘিরে পাকিস্তান তীব্র উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। আপাতত ইমরান খান আইনি রক্ষাকবচ পেয়েছেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, জাতীয় আইনসভার মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তার আগেই সংসদ ভেঙে দেওয়া হবে। এর পর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহবাজ বলেন, সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা নওয়াজ শরিফের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করবে। বর্তমান অর্থমন্ত্রী ইসহাক দারকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ। নির্বাচন নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেজন্য এই পদে নিরপেক্ষ কোনো ব্যক্তিকে চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।