কোনোকালেই মুখে কথা আটকায় না কপিল দেবের (Kapil Dev)। ‘৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে যখনই কোনো বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে বললে, কথার ঘায়ে তুলোধনা করতে ছাড়েননা তিনি। এই যেমন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলে বসলেন, অল্প চোট নিয়ে আইপিএল খেলতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারে না বর্তমান ক্রিকেটররা।
তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ভারতের অন্যতম ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। আসন্ন বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে বেশ দোনামনায় আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। “দ্য উইক”- এর এক সাক্ষাৎকারে বুমরার বিষয়ে প্রশ্ন করা হলে কপিল দেব জানান যে বিশ্বকাপের আগে বুমরাহসুস্থ না হলে ওর পিছনে বেকার সময় নষ্ট করা হবে।
কপিল বলেন, “বুমরার হয়েছে কি? ভালোই তো আত্মবিশ্বাস নিয়ে শুরু করল, কিন্তু এখন বিশ্বকাপে না থাকলে তো ওর পিছনে বেকার সময় নষ্ট করা হল। এই যেমন রিষভ পন্থ, কত ভালো খেলে! ও থাকলে টেস্টের এমন হাল হত না।”
এদিকে ভারতীয় প্রিমিয়ার লিগ নিয়ে অসন্তোষ প্রকাশ না করলেও আন্তর্জাতিক ম্যাচকে উপেক্ষা করে লিগ ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বিষটি নিয়ে মোটেই সন্তুষ্ট নন প্রাক্তন অধিনায়ক। “ঈশ্বর দয়ালু, এমন নয় যে আমি কখনও চোট পাইনি। কিন্তু আজ তারা বছরে ১০ মাস ধরেই খেলছে। এতে নিঃসন্দেহে সুবিধা হবে, তবে প্রত্যেককে তো নিজের যত্নও নিতে হবে। আইপিএল একটি দুর্দান্ত জিনিস কিন্তু আইপিএল আপনাকেও নষ্ট করতে পারে। কারণ, অল্প চোট হলে আইপিএল খেললেও ভারতের হয়ে খেলবে না। একটু বিরতি নিতে হবে। আমি এটা নিয়ে খুব পরিষ্কার ভাবে খুলে বলছি,” বলেছেন কিংবদন্তি অলরাউন্ডার।
খেলোয়াড়দের “ওয়ার্কলোড ম্যানেজমেন্ট” ঠিক ভাবে সামলাতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ডকেও তুলোধোনা করতে ছাড়েননি কপিল। বলেছেন, “আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ হলে অল্প চোট নিয়ে কেলতে হবে ক্রিকেটরদের। এই পর্যায়ে বুঝতে হবে যে ঠিক কতটা ক্রিকেট ওরা খেলতে পারে। আনাদের টাকা থাকতে পারে, প্রচুর বিকল্প থাকতে পারে, তবে তিন থেকে পাঁচ বছরের জন্য দল তৈরি না থাকলে ভাবতে হবে বোর্ডেই নির্ঘাত কোনো সমস্যা আছে।”
বর্তমানে চোটে জর্জরিত ভারতীয় দল। ভারতের বেশ কিছু প্রধান খেলোয়াড়রাই এখন চোটের কারণে এনসিএতে কাটাচ্ছেন। যেমন যশপ্রীত বুমরা। প্রায় এক বছর ধরে দলের বাইরে তিনি।মাঝে একবার ফেরার চেষ্টা করলেও বাড়াবাড়ি হওয়ায় আবার বসে যান তিনি। এমতবে এখন নেটে বোলিং করছেন। আশা করা যায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ফেরত আসবেন তিনি। মজার কথা হল, আন্তর্জাতিক তো দূর, চোট নিয়ে আইপিএল সত্যিই কেউ খেলেননি বুমরাহ।