Bangladesh: বিশ্বসুন্দরীর আসরে রাজনীতিক অনন্যা

ফারজানা ইয়াসমিন অনন্যার হাত ধরে প্রথমবার ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এর আসরে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ সোমবার জাপানের উদ্দেশ্যে পাড়ি দেবেন অনন্যা।এই…

Ananna

ফারজানা ইয়াসমিন অনন্যার হাত ধরে প্রথমবার ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ এর আসরে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ সোমবার জাপানের উদ্দেশ্যে পাড়ি দেবেন অনন্যা।এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের রূপসীদের বিরুদ্ধে লড়বেন তিনি। এর আগে অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় সাড়ে তিন হাজার মডেলকে পেছনে ফেলে মূল আসরে অংশ নেওয়ার জন্য জায়গা করে নেন তিনি।ইতিমধ্যে প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বের অন্যান্য প্রতিযোগির সঙ্গে বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া ফারজানা ইয়াসমিন অনন্যার ছবি প্রকাশ করা হয়েছে।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে অনন্যা বলেন, ‘দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলে ধরতেই আমি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবো বলে আমি আশা করি।মুকুট পরেই দেশে ফিরব।’ অনন্যা আরও বলেন, ‘ছোটবেলা থেকে দেশের জন্য কাজ করার আগ্রহ তৈরি হয়। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’

‘মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট ২০২৩’র এবারের আসরে ৮০টি দেশের ৮০জন মডেল অংশ নিচ্ছেন। এর আগে বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী ‘মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট-এ প্রতিদ্বন্দ্বিতা করেননি।

ফারজানা ইয়াসমিন অনন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশগ্রহণের মাধ্যমে মডেলিং দুনিয়ায় যাত্রা শুরু করেন তিনি। বেশ কয়েকটি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন অনন্যা। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত।