আবারও একবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan Earthquake)। এবার ৭.১ তীব্রতায় কেঁপে উঠল এই দেশটি। জারি করা হল সুনামি (Tsunami) সতর্কতা।
জানা গিয়েছে, জাপানে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পাশাপাশি জাপানে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, জাপানের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশু ও শিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার অবধি উঁচু সামুদ্রিক ঢেউ আঘাত হানতে পারে, যে কারণে সুনামি সতর্কতা জারি করেছে জাপানের কর্তৃপক্ষ।
একই সময়ে ভূমিকম্পের পর কিউশুর মিয়াজাকি প্রিফেকচারে ২০ সেন্টিমিটার উঁচু ঢেউ উঠতে দেখা গেছে। প্রাথমিকভাবে জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৬.৯ বলে জানালেও পরে তা ৭.১ মাত্রায় উন্নীত করে।
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর পূর্ব উপকূলে ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছে সংস্থাটি। কিউশু ও শিকোকুর পরমাণু কেন্দ্রের অপারেটররা ক্ষয়ক্ষতির বিষয়টি পরীক্ষা করে দেখলেও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলের সেন্দাই পরমাণু কেন্দ্র জানিয়েছে, এখনও কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি এবং কাজকর্ম অব্যাহত রয়েছে।