Afghanistan: বোরখা খুললেই গলা কাটার ফরমান, ১৫ আগস্ট তালিবান জঙ্গি সরকারের বিজয় দিবস

বোরখা খুললেই বিপদ। কেটে নেওয়া হবে মাথা। এমনই নিয়ম জারি করে রেখেছে (Afghanistan) আফগানিস্তানের তালিবান জঙ্গি সরকার। দু বছর আগে ১৫ আগস্ট তারিখে আমেরিকান সেনা…

Afghanistan: বোরখা খুললেই গলা কাটার ফরমান, ১৫ আগস্ট তালিবান জঙ্গি সরকারের বিজয় দিবস

বোরখা খুললেই বিপদ। কেটে নেওয়া হবে মাথা। এমনই নিয়ম জারি করে রেখেছে (Afghanistan) আফগানিস্তানের তালিবান জঙ্গি সরকার। দু বছর আগে ১৫ আগস্ট তারিখে আমেরিকান সেনা সরে যেতেই দ্বিতীয়বার এই দেশের সরকার দখল করে তালিবান। এদিন তারা বিজয় দিবস পালন করছে।

AFP জানাচ্ছে, ১৫ আগস্টকে কাবুলে ‘বিজয় দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জানিয়েছে তালিবান সংগঠন। তাদের দাবি, ১৫ আগস্ট হল আফগানিস্তানের জনগণের জিহাদ (পবিত্র যুদ্ধ) বিজয় দিবস। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হটিয়ে ক্ষমতা দখলের জয় পালন চলছে।

   

জিনহুয়া (Xinhua) জানাচ্ছে, আফগানিস্তানের তালিবান সরকারকে কোনও দেশই স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতি আদায়ে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তালিবান সরকার। এর মাঝে ১৫ আগস্ট, কাবুল প্রশাসনের দখলের দিনটিকে তারা “বিজয় দিবস” হিসাবে ঘোষণা করেছে। দেশে সরকারী ছুটি ঘোষণা করেছে। তালিবান সরকারের সামাজিক বিষয়ক মন্ত্রকের একটি বিবৃতিতে একথা বলা হয়েছে।

Advertisements

IANS রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টে হিবাতুল্লাহ আখুন্দজাদার নেতৃত্বে তালিবান বাহিনী কাবুল দখল করে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করে। এর আগে ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের সেনা সরে যাওয়ার পর প্রথমবার তালিবান জঙ্গিরা সরকার দখল করেছিল।

CIVICUS একটি আন্তর্জাতিক সংগঠন। তারা বলছে, গত দুই বছরের তালিবান শাসনে ভয়াবহ পরিস্থিতি আফগানিস্তানে। বিশেষ করে নারী অধিকার কর্মীদের দ্বারা তাদের শিক্ষা ও কর্মসংস্থানে নিযুক্ত কর্মীদের নির্বিচারে গ্রেফতার ও দুর্ব্যবহার করা হয়েছে।