Earthquake: ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, সুনামি সতর্কতা জারি, মৃত্যু

এবার জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ান। তাইওয়ানে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল…

Earthquake: ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, সুনামি সতর্কতা জারি, মৃত্যু

এবার জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ান। তাইওয়ানে বুধবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের জেরে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে জাপানের দক্ষিণাঞ্চল ও ফিলিপাইন দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাইওয়ানের দমকল বিভাগ বুধবার জানিয়েছে, দ্বীপটির পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

তাইওয়ানের বিদ্যুৎ অপারেটর তাইপাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের কারণে শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সারাদেশে ৮৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বর্তমানে সংস্কারের কাজ চলছে বলে জানা গিয়েছে।

Advertisements

 বলা হচ্ছে, ২৫ বছর পর এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের দক্ষিণাঞ্চল ও ফিলিপাইন দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তাইওয়ানের পূর্বাঞ্চলে বহু বাড়ি ভেঙে পড়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলের জিউলিনে ব্যাপক ভূমিধসের ছবি সামনে উঠে এসেছে।