Japan Earthquake: ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মাটি, বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা

নতুন বছরে ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan Earthquake)। কম্পনের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে প্রাণ ভয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন সাধারণ মানুষ।…

short-samachar

নতুন বছরে ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan Earthquake)। কম্পনের তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে প্রাণ ভয়ে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল জাপানের দক্ষিণাঞ্চলীয় নানিও অঞ্চলের উপকূলে রিখটার স্কেলে ৬. ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

   

এর কয়েক ঘণ্টা আগে তাইওয়ানেও ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে এবং এটি জাপানের সময় রাত ১১টা ১৪ মিনিটে ঘটে। এরপর আফটার শকের জেরেও বারবার কেঁপে ওঠে জাপানের মাটি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩, ৩.১ এবং ৫.০।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,
জাপানের কিউশু ও শিকোকু দ্বীপকে বিভক্তকারী প্রণালী বুঙ্গো চ্যানেল ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। গত ২ মার্চ জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে ও আওমোরি অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আইওয়াতে প্রিফেকচারের উত্তর উপকূলীয় অংশ। তবে শেষ ভূমিকম্পে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান অত্যন্ত স্পর্শকাতর স্থানে অবস্থিত, যার কারণে প্রতিদিনই ভূমিকম্পের ঘটনা ঘটছে সেখানে। এমনিতেই জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে।