দু’দিন ধরে দুলছে নেপাল, ভূমিকম্পে আসছে মৃত্যুর খবর

২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে নেপাল ছিল মৃত্যুপুরী

earthquake

নেপালে ফের ভূমিকম্প। মঙ্গলবার রাতে এই ভূমিকম্পের পর বুধবার সকাল হতেই আসছে মৃত্যুর খবর। কমপক্ষে নিতহ ৬ জন। (earthquake hits Nepal)

Kathmandu Post জানাচ্ছে মধ্যরাত পার করে বুধবার রাত ২টো নাগাদ এই প্রবল ভূমিকম্প অনুভূত হয়৷

   

My Republica জানাচ্ছে, মঙ্গলবার সকালেও ভূমিকম্প হয়েছিল নেপাল। সেই কম্পন ছিল ৪.৫ মাত্রাপ। কম্পনের উৎস ছিল কাঠমাণ্ডুর ১৫৫ কিলোমিটার দূরে।

  • নেপালে বার বার ভূমিকম্পে হিমালয়ে বিপর্যয় ইঙ্গিত
  • নেপালে সাম্প্রতিক বছরগুলিতে কয়েকবার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে
  • ২০১৫ সালে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প হয়েছিল। সেবার ৮ হাজারের বেশি মৃত্যু হয়।
  • হিমালয়ের উপর বিপর্যয় নেমে আসছে তার সতর্কতা গবেষকরা দিয়েই চলেছেন

PTI জানাচ্ছে, গত দুদিন ধরে দুলছে নেপাল। মঙ্গলবার সকালের পর ফের মধ্যরাত পার করে দুলে গেছে নেপাল। প্রতিবেশি দেশটির সীমাম্ত সংলগ্ন ভারতের দিকেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লি ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়৷ ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমির ১০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎস।

My Republica জানাচ্ছে ভূমিকম্পে দুটি জেলা ক্ষতিগ্রস্থ। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন