Earthquake: চিনে তীব্র ভূমিকম্পে শতাধিক নিহত

ভূমিকম্পে (earthquake) মৃত্যুপুরী চিন। তীব্র ভূমিকম্পে চিনে নিহত শতাধিক। আরও মৃত্যুর আশঙ্কা। রিখটার স্কেলে ভূমিকম্প ৬.২ মাত্রা বলে চিহ্নিত হয়েছে। বিবিসি জানাতে, চিনের প্রেসিডেন্ট শি…

breaking-News-kolkata24x7

ভূমিকম্পে (earthquake) মৃত্যুপুরী চিন। তীব্র ভূমিকম্পে চিনে নিহত শতাধিক। আরও মৃত্যুর আশঙ্কা। রিখটার স্কেলে ভূমিকম্প ৬.২ মাত্রা বলে চিহ্নিত হয়েছে।

বিবিসি জানাতে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির অন্যতম দরিদ্র অঞ্চল গানসুতে পূর্ণ উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। ভূমিকম্পে এখানেই সর্বাধিক ক্ষতি হয়েছে। গানসু এলাকাটি তিব্বত এবং লোয়েস মালভূমির মধ্যে অবস্থিত এবং মঙ্গোলিয়ার সীমানা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে ভূমিকম্পের গভীরতা 10 কিলোমিটার (ছয় মাইল)।ফুটেজে দেখা গেছে হাসপাতালগুলো রোগীদের গ্রহণ করছে এবং উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে অনুসন্ধান করছে। কক্ষের মেঝেতেও ধ্বংসাবশেষ দেখা গেছে যার ছাদ আংশিকভাবে ভেঙে পড়েছে।

সোমবার পরপর কাঁপে হিমালয়ের ভূতলদেশ। প্রথমে  ভারত ও পাকিস্তানের অংশ তার পরে চিনে হয় ভূমিকম্প। সম্প্রতি হিমালয় সংলগ্ন এলাকায় প্রায়ই ভূমিকম্প হচ্ছে। নেপাল ও আফগানিস্তানে বড় বড় ভূমিকম্পে শত শত নিহত হয়।

হিমালয়ের অঞ্চলে আরও বড় ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূবিশেষজ্ঞরা।  মাটির নিচে প্রবল সংঘর্ষ চলছে দুটি ভূ-স্তরের। সেই কারণে বারবার হিমালয় এলাকার নেপাল ও ভারতের অংশে মাটি দুলছে। ভূ-বিজ্ঞানীরা সতর্কতা জারি করছেন হিমালয় অঞ্চলে একটি বিশাল ভূমিকম্প যা ৮.৫ মাত্রার হতে পারে।

গবেষণা ইঙ্গিত করেছে যে ৮.৫ এবং ৯ মাত্রার মধ্যে আনুমানিক একটি বিপর্যয়কর ভূমিকম্প, ১৪ এবং ১৫ শতকের মধ্যে হিমালয়ে ঘটেছিল। এর ফলে ৬০০ কিলোমিটার ভূমি চিরে দু-ফাঁক হয়ে গেছিল। তবে কেন্দ্রীয় হিমালয়ে ঘন ঘন কম-তীব্রতার ভূমিকম্প হওয়া সত্ত্বেও, কয়েক শতাব্দী ধরে কোনও বড় ভূমিকম্পের কার্যকলাপ হয়নি। উল্লেখযোগ্য কম্পনের এই অনুপস্থিতির মানে এই অঞ্চলে একটি উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে যার ফলে পরবর্তীকালে একটি বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।