London: আতঙ্ক নগরী লন্ডন, ফের খুন ভারতীয় বংশোদ্ভূত

লন্ডনে একজন ভারতীয় বংশোদ্ভূতকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ শসীকুমারকে ছুরির আঘাতে খুন করা হয়। তাকে…

London: আতঙ্ক নগরী লন্ডন, ফের খুন ভারতীয় বংশোদ্ভূত

লন্ডনে একজন ভারতীয় বংশোদ্ভূতকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ শসীকুমারকে ছুরির আঘাতে খুন করা হয়। তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত পরীক্ষা থেকে জানা গেছে, যে বুকে ছুরির আঘাতের ফলে শশীকুমারের মৃত্যু হয়েছে।

পরপর খুনের ঘটনায় লন্ডনে আতঙ্ক। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে শুক্রবার ঘটনাস্থলেই ভিকটিম মারা যায়। পিটিআই জানিয়েছে, ২৫ বছর বয়সী সালমান সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি সেই দিনেই ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন।

Advertisements
   

এদিকে ইংল্যান্ড জুড়ে ছুরি হামলা খুনের ঘটনায় একটি দলকে সন্দেহ করা হয়েছে। এর আগে দুটি পৃথক ঘটনায় ব্রিটিশ-ভারতীয় কিশোরী গ্রেস ও ম্যালি কুমারকে খুন করা হয়।