ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ পেশ দিল্লি পুলিশের

কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক প্রমাণ পেশ করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করেছে তার সঙ্গে প্রমাণ হিসাবে জমা…

কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক প্রমাণ পেশ করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করেছে তার সঙ্গে প্রমাণ হিসাবে জমা দিয়েছে একাধিক ছবি এবং ভিডিও। যা যৌন হেনস্তার প্রমাণ বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, দিল্লি পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। প্রায় ১৫০০ পাতার চার্জশিটে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ রয়েছে।

দিল্লি পুলিশ সূত্রের খবর, প্রায় ১৫০ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ছজন কুস্তিগির, যাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এই ছজন কুস্তিগির প্রমাণ হিসাবে ছবি ও ভিডিও পুলিশের কাছে জমা দিয়েছেন। এই সব ছবিগুলি পদক বিতরণী অনুষ্ঠান ও খেলার সময় তোলা। দিল্লি পুলিশ সেই প্রমাণগুলি আদালতে জমা দিয়েছে।

অন্য সাক্ষীদের কাছ থেকে কিছু ছবি জোগাড় করা হয়েছে। আগামী ২২ জুন মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, খবর প্রকাশ্যে আসার পর ফের ব্রিজভূষণকে তোপ দেগেছেন কুস্তিগিরদের নেত্রী সাক্ষী মালিক। তিনি বলছেন, নাবালিকার উপর চাপ দিয়ে তার বয়ান বদলে দিয়েছেন ব্রিজভূষণ তবে তিনি ছাড় পাবেন না।

সাক্ষীরা বলছেন, “তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, ব্রিজভূষণের বিরুদ্ধে। বিজেপি নেতারাও তাদের এই লড়াইয়ে সাহায্য করছেন।”