Israel Palestine War: ইজরায়েলের দাবি ১৫০০ হামাসের দেহ মিলেছে, ছবি দেখায়নি কেউ

ইজরাইল-প্যালেস্টাইন যুদ্ধের ৭০ ঘন্টা পার। গতকাল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের ঘোষণা করেছিল ইজরায়েল প্রশাসন। এবার গাজা সীমান্তের বড় অংশের দখল নিল ইজরায়েল বাহিনী। এমনটাই দাবি…

ইজরাইল-প্যালেস্টাইন যুদ্ধের ৭০ ঘন্টা পার। গতকাল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের ঘোষণা করেছিল ইজরায়েল প্রশাসন। এবার গাজা সীমান্তের বড় অংশের দখল নিল ইজরায়েল বাহিনী। এমনটাই দাবি ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের।

ইজরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র অ্যাডিমিরাল ড্যানিয়েল হ্যাগারির দাবি, ইজরায়েল গাজা সীমান্তের একাংশ আবার দখল করে নিয়েছে ইজরায়েলি সেনা।ইজরায়েলি এলাকায় ১৫০০ প্যালেস্টাইন হামাস গোষ্ঠীর সদস্যের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইজরায়েল সেনা।

   

এদিকে, ইজরায়েল সেনার দাবি, বেশকিছু হামাস সদস্য এখন ইজরায়েলি ভূখণ্ডে লুকিয়ে রয়েছে। তাই বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে, অনুপ্রবেশের আশঙ্কায় ইজরায়েল-মিশর সীমান্ত সিল করে দিয়েছে ইজরায়েল সরকার। সিমান্তে কাজ করছে ইজরায়েলের ৩৫টি ব্যাটালিয়ান। আপাতত আর কোনও হামাস সদস্য সীমান্ত পেরিয়ে ঢুকতে পারেনি বলে জানিয়েছে ইজরাইল সেনা।

প্রসঙ্গত, দুপক্ষের সংঘাতে এখনওপর্যন্ত ১৬০০ জনের মৃত্য়ু হয়েছে। ইজরায়েল ফোর্সের দাবি, গাজা থেকে অন্তত ৪৫০০ রকেট ছোড়া হয়েছে। পাল্টা ১২৯০ টার্গেটে হামালা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। হামালার হামলায় অন্তত ৯০০ ইজরায়েলির মৃত্যু হয়েছে। আহত ২৬১৬ জন। অন্তত ৩০ জন ইজরায়েলিকে আটকে রেখেছে হামাস।