Helicopter Collision: মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০ জন, দেখুন রোমহর্ষক ভিডিও

মাঝ আকাশে ভেঙে পড়ল দুটি হেলিকপ্টার (Helicopter Collision)। মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। জানা গিয়েছে, মাঝ আকাশে মালয়েশিয়ার দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।…

মাঝ আকাশে ভেঙে পড়ল দুটি হেলিকপ্টার (Helicopter Collision)। মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। জানা গিয়েছে, মাঝ আকাশে মালয়েশিয়ার দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এই বিমান দুটি মালয়েশিয়ার নৌবাহিনীর ছিল।

Perak Fire and Rescue Department Rescue personnel removing debris from the helicopter

ইতিমধ্যে মালয়েশিয়ার নৌবাহিনীর এক বিবৃতি জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, মঙ্গলবার রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের মহড়া চলাকালে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। দেখুন সেই ভয়ানক ভিডিও… 

নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের লুমুত নৌঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। সেই সময়ে হেলিকপ্টার দুটিতে মিলিয়ে ১০ জন ছিলেন। নিহতদের সবাইকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের জন্য লুমুত সেনা ঘাঁটির হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাতজন আরোহী নিয়ে HOM M503-3 হেলিকপ্টারটি ভেঙে পরেছে। অপরটি ফেনেক এম৫০২-৬ বিমানটি অপর তিনজনকে বহনকারী একটি সুইমিং পুলে ভেঙে পরে।