Howrah: হাওড়া স্টেশনে লক্ষ লক্ষ টাকা ও রুপো সহ যুবক ধৃত

Black money again in Kolkata

হাওড়া (Howrah) স্টেশনে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল কয়েক কিলো রুপো এবং নগদ কয়েক লক্ষ টাকা। ঝাড়খন্ডের বাসিন্দা ওই যাত্রীকে দেখেই সন্দেহ হয় আরপিএফের। তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতে ওই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ রুপো ও নগদ টাকা। তাকে গ্রেফতার করেছে আরপিএফ।

বিপুল পরিমাণ টাকার কোনো সদুত্তর মেলেনি, তার কোনো প্রমাণও দিতে পারেনি ওই যুবক। ধৃতের নাম বৃন্দাবন দে, ঝাড়খন্ডের বাসিন্দা। তিনি এক্সপ্রেস করে হাওড়া স্টেশনে আসেন‌। আরপিএফের কামরায় ব্যাগটি রেখে চলে যাচ্ছিলেন তিনি।

   

সূত্রের খবর, প্রায় ৩০ লক্ষ ১৫ হাজার টাকা নগদ ও ১৩ কিলো রুপো‌র বাট ছিল। তিনি কাকে এটি দিতে এসেছিলেন বা পাচার করছিলেন সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। ঝাড়খন্ডের বাসিন্দা ওই যাত্রীকে দেখেই সন্দেহ হয় আরপিএফের। তারপরেই প্রকাশ্যে আসে এই নগদ টাকা ও রুপো। হাওড়া স্টেশনে এই প্রথমবার নয় আগেও এধরনের বহু ঘটনা ঘটেছে ‌‌। এই ঘটনায় চলছে তদন্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন