Calcutta League: পিয়ারলেসের বিপক্ষে সহজ জয় সবুজ-মেরুনের

কলকাতা লিগে (Calcutta League 2023) ফের জয় পেল মোহনবাগান সুপারজায়ান্টস। মাঝে কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও ফের ছন্দে ফেরে বাগান শিবির। যা বজায় থাকল আজ।

Mohun Bagan vs Peerless

কলকাতা লিগে (Calcutta League 2023) ফের জয় পেল মোহনবাগান সুপারজায়ান্টস। মাঝে কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও ফের ছন্দে ফেরে বাগান শিবির। যা বজায় থাকল আজ। পূব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ঘরের মাঠে পিয়ারলেস দলের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে কলকাতার এই প্রধান।

মোহনবাগান দলের জার্সিতে একটি মাত্র গোল করেন রোহেন সিং। আজকের এই জয় আসায় যথেষ্ট খুশি দলের সমর্থকরা। বর্তমানে গ্রুপ পর্বের আর মাত্র দুইটি ম্যাচ রয়েছে মোহনবাগানের। তার মধ্যে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব ও ডায়মন্ডহারবার এফসি। তার মধ্যে একটিতে জিততে পারলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত তাদের।

   

বলাবাহুল্য, মরশুমের শুরুতে ক্লাবে ট্রফির আগমন যেন বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল সমর্থক সহ দলের জুনিয়র ফুটবলারদের মধ্যেও। যার প্রভাব আজ শুরু থেকেই দেখা গিয়েছিল ম্যাচের মধ্যে। তবুও বারংবার ফিনিশের অভাব যথেষ্ট ভোলাতে শুরু করেছিল বাগান শিবিরকে। সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল পিয়ারলেস দল। তাই ম্যাচের মাঝামাঝি সময়ে এসে কিছুটা হলেও যেন চাপ অনুভব হচ্ছিল দলের ফুটবলারদের।

তবে প্রথমার্ধে রোহেন সিংয়ের করা একটি মাত্র গোলেই শেষ পর্যন্ত জয় লাভ করে সবুজ-মেরুন ব্রিগেড। তারপরে ম্যাচ শেষ হতেই ডুরান্ড ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায় মোহনবাগান দলের জুনিয়র ফুটবলারদের। যা নিয়ে প্রবল উন্মাদনা দেখা দেয় মাঠের মধ্যে।