HomeWest Bengalইউটিউব দেখে অভিনব উপায়ে এটিএম থেকে টাকা হাতানোর চেষ্টা, ধৃত যুবক

ইউটিউব দেখে অভিনব উপায়ে এটিএম থেকে টাকা হাতানোর চেষ্টা, ধৃত যুবক

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, রামনগর: ইউটিউব দেখে অভিনব কায়দায় কাঁথির পর রামনগরের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে পুলিশের হাতেনাতে গ্রেফতার যুবক৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগরে বালিসাই-পানিপারুল মোড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে পাকড়াও পর পুলিশের হাতে তুলে দেয়। রামনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম তাপস দাস। বাড়ি এগরা থানার কৌঁউটগেড়িয়া গ্রামে। মঙ্গলবার অভিযুক্ত’কে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

   

ঘটনা তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। যদিও ওই যুবক ইউটিউব দেখে কাঁথিতে অভিনব উপায়ে এটিএম থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া কথা স্বীকার করেছে। অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে রয়েছেন এলাকার জনপ্রতিনিধিরাও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বালিসাই-পানিপারুল রাস্তা পাশে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম রয়েছে।

এদিন সকাল সকাল অভিনব উপায়ে এটিএম থেকে টাকা লুঠ করতে রামনগরের হাজির হন ওই যুবক। এরপর এটিএম ঢুকে টাকা জায়গায় কালো স্কেল লাগিয়ে দিয়ে চলে আসে ওই যুবক। পরে রামনগরে এক বাসিন্দা টাকা তোলার জন্য এটিএম ঢোকেন। তারপরে দেখে ব্যাঙ্ক থেকে টাকা কেটে গেলেও, কিন্তু টাকা হাতে পায়নি গ্রাহক।

একজন নয় দুজন পরপর গেল একি সমস্যা দেখা দেয়। তারপরেই দেখে এটিএমে টাকা বেরোনোর জায়গায় কালো স্কেল লাগানো রয়েছে। ওই যুবককে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তৎক্ষণার রামনগর থানায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায়।

সংবাদ মাধ্যমের কাছে এটিএমে অভিনব উপায় চুরির কথা স্বীকার করে অভিযুক্ত যুবক। গ্রেফতার তাপস দাস দাবি করেন দিঘার হোটেলের কর্মী ছিল। ইউটিউব দেখে অভিনব উপায় এটিএম থেকে টাকা হাতানোর পরিকল্পনা করে। তারপরেও কাঁথির একটি এটিএম থেকে অভিনব উপায়ে হাতিয়ে নেয়। রামনগরে করতে গিয়ে ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা তথা গ্রাহক উমা শঙ্কর বেরা বলেন, “এটিএম টাকা বেড়ানোর জায়গায় কালো স্কেল লাগিয়ে দেয়। এরকম ঘটনা যেন আর না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। রামনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি৷”

রামনগর থানার ওসি উজ্জ্বল নস্করের কথায়, “অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷”

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, “অভিনব উপায়ে ওই যুবক এটিএম থেকে টাকা হাতেতে গিয়ে পাকড়াও হয়েছে। পুলিশকে তদন্ত করে কঠোর শাস্তির দানের জন্য অনুরোধ করছি৷”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular