Weather: ছন্দে ফিরছে শীত, থাকবে আর কতদিন?

বৃষ্টির রেশ কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বঙ্গ। বৃহস্পতিবার রাজ্যজুড়ে ছিল বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসকে সত্যি করে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।…

Kolkata Winter

বৃষ্টির রেশ কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বঙ্গ। বৃহস্পতিবার রাজ্যজুড়ে ছিল বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসকে সত্যি করে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু শুক্রবার দক্ষিণ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই খবর। তবে উত্তরবঙ্গে শুক্রবারও থাকছে বৃষ্টির পূর্বাভাস।

তবে বৃষ্টি শেষে ফের রোদের মুখ দেখা গেলেও জাঁকিয়ে শীত আর পড়বে না। এ বছর শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। এখন থেকে ভোর ও সন্ধ্যার পর শীত অনুভূত হবে। কিন্তু দুপুরে আর শীত উপভোগ করতে পারবে না শহরবাসী। শুক্রবার কোনও কোনও জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ২ থেকে ৩ দিন সামান্য কমবে তাপমাত্রা। পারদ নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। আজ শুক্রবার সকালে কুয়াশা থাকবে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৭৮ শতাংশ।

উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই খবর। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কমবে রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে শনিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। রবিবার ফের কমবে তাপমাত্রা।