Rainfall: ভ্যাপসা গরম অতীত, দক্ষিণবঙ্গের ১০ জেলায় বৃষ্টির সতর্কতা জারি

মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। আর যার মাশুল গুনতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। বাড়ি থেকে বেরনো যেন দিন দিন দুঃসহ হয়ে উঠছে। তবে এবার মিলল…

মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। আর যার মাশুল গুনতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। বাড়ি থেকে বেরনো যেন দিন দিন দুঃসহ হয়ে উঠছে। তবে এবার মিলল সুখবর। ভ্যাপসা গরমের মধ্যেই বৃষ্টির (Rainfall) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাও কিনা দক্ষিণবঙ্গে।

এক ধাক্কায় দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন, ফলে এবার বেজায় খুশি হবেন বাংলার সাধারণ মানুষ বলে তা আশা করাই যায়। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ফলে স্বাভাবিকভাবে তীব্র গরমে রীতিমতো হাঁসফাঁস করছে শহরবাসী। কবে স্বস্তির বৃষ্টি নামবে বাংলাজুড়ে? এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। যদিও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি দফায় দফায় হচ্ছে উত্তরবঙ্গজুড়ে। ফলে সেখানকার আবহাওয়া কিছুটা হলেও মনোরম।

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। শনিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া , পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। তবে আর চিন্তা নেই, কারণ দুদিন পরেই অর্থাৎ সোমবার থেকে কলকাতা ঘেঁষা একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেল। সোমবার এবং মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।