রাজ্যজুড়ে শীতের আমেজ, প্রেম দিবস উদযাপন করা যাবে চুটিয়ে

মাঘের শেষে ফের ফর্মে ফিরেছে শীত। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ফের নিম্নমুখী। সোমবার তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে। রবিবারের থেকেও এদিন তাপমাত্রা কম। আলিপুর আবহাওয়া…

winter

মাঘের শেষে ফের ফর্মে ফিরেছে শীত। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ফের নিম্নমুখী। সোমবার তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে। রবিবারের থেকেও এদিন তাপমাত্রা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত শীত থাকবে তার স্বাভাবিক ছন্দে। বুধবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৩৮ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে ফের বজায় থাকবে শীতের আমেজ। এদিন বইবে উত্তরে হাওয়া। আকাশ থাকাবে পরিষ্কার।

উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় এদিন বেড়েছে তাপমাত্রা। এদিন এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উত্তরের ৫ জেলাতে রয়েছে কনকনে ঠান্ডা। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে ঠান্ডার মধ্যে জমিয়ে উপভোগ করতে পারবে রাজ্যবাসী।