সোমবার শিয়ালদা শাখায় আদৌ মিটবে যাত্রী দুর্ভোগ? কী জবাব রেল কর্তৃপক্ষের?

শিয়ালদায় প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে শিয়ালদা লাইনে শুক্রবার থেকে ঠিকঠাক ট্রেন চলছে না। যেগুলি চলছে তাতে বিশাল ভিড়। টিটাগড়ে ভিড় ট্রেন থেকে পড়ে…

শিয়ালদায় প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে শিয়ালদা লাইনে শুক্রবার থেকে ঠিকঠাক ট্রেন চলছে না। যেগুলি চলছে তাতে বিশাল ভিড়। টিটাগড়ে ভিড় ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। তবে আজ প্রবল ভিড় আর গরম সহ্য করতে না পেরে  ট্রেন থেকে লাইনেই নেমে গেলেন বহু যাত্রী। কাঠফাটা রোদে লাইন ধরেই হাঁটতে থাকলেন। কারণ সকলের একই চিন্তা সঠিক সময় অফিসে পৌঁছাতে হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। সেই কারণেই কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে অনেক ট্রেন যাত্রা শুরু ও শেষ করছে। শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ মেন এবং উত্তর শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত শুরু হয়েছে। যার ফলে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। 

   

‘দুঃখিত, ক্ষমা চাইছি’, রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় দোষ স্বীকার সোহমের

এই ভিড়ের চাপে শুক্রবার সকালে টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে এক যুবক পা স্লিপ করে ট্রেন থেকে পড়ে যান। সময়ে অফিসে পৌঁছাতে ভিড় ট্রেনের দরজাতেই কোনওমতে উঠে গিয়েছিলেন তিনি। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  

তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দুপুর ২টো পর্যন্ত ১-৫ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলার কথা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক(CPRO) কৌশিক মিত্র জানালেন, রবিবার সন্ধ্যা থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সময় মতো ট্রেন চলাচল করবে। ফলে সোমবার পুরোদমে সব ট্রেন চলবে। তাই সপ্তাহের প্রথম দিনে আর ভোগান্তি হবে না নিত্যযাত্রীদের। ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।