তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। কিন্তু, সেই রাজ্যপালই নাকি রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না! অবিলম্বে তাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সরিয়ে ফেলার আর্জি জানিয়েছেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজভবনের তরফে ইতিমধ্যেই চিঠি গিয়েছে নবান্নে।
কেন কলকাতা পুলিশের সুরক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যপাল? ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে প্রবেশের চেষ্টা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ছিল রাজ্যপালের অনুমতিও। কিন্তু অভিযোগ, পুলিশি বাধায় শুভেন্দু অধিকারীরা রাজভবনে ঢুকতে পারেননি। পরে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা।
Kanchanjungha Express: শূন্যে ঝুলছে কাঞ্চনজঙ্ঘার কামরা! এনজেপির কাছে দুর্ঘটনা
সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন যে, ‘রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা রয়েছে? না হলে তাঁর অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না?’ এরপরই তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাজ্যপাল। রাজভবনে কর্তব্যরত সব পুলিশকর্মীকে সরানোর জন্য নবান্নকে চিঠি দিয়েছেন রাজ্যপাল।
যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্নের তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি।