“সব সত্যি বলে দেব” সিবিআই তদন্তের নির্দেশের পর এমনই বলেছিলেন নদিয়ার (nadia) তেহট্টের (Tehatta) বিধায়ক (Tapas Saha) তাপস সাহা। শুক্রবার তেহট্টে গিয়ে বিধায়ক কার্যালয় ঘিরে নেয় (CBI) সিবিআই। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পুরো বাড়ির চারদিকে বলয় তৈরি করেছেন। তেহট্টের বিধায়ককে কি নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার করা হবে? এমন প্রশ্ন তৈরি হয়েছে।
নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআইকে (CBI) তদন্তের নির্দেশ দেয়। এরপর বিধায়ক তাপস সাহা বলেন সিবিআইকে সব সত্যি বলে দেব। কী বলবেন তিনি? এ নিয়ে তৃণমূলের ভিতর তৈরি হয়েছে উদ্বেগ।
তাপস সাহা আগেই জানান, সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমি দুর্নীতিতে জড়িত নই। তবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ক্ষোভ উগরে দেন। এবার সিবিআই তার ঘরে ঢুকেছে। তিনি কী বলবেন? এ নিয়ে প্রবল জল্পনা।