জিজ্ঞাসাবাদে সব সত্যি বলে দেবেন তাপস সাহা ? তেহট্টে CBI অভিযানে তৃণমূলে উদ্বেগ

পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের নজর তৃণমূল বিধায়ক তাপস সাহার দিকে। তিনিও গ্রেফতার হবেন?

TMC MLA Tapas Saha

“সব সত্যি বলে দেব” সিবিআই তদন্তের নির্দেশের পর এমনই বলেছিলেন নদিয়ার (nadia) তেহট্টের (Tehatta) বিধায়ক (Tapas Saha)  তাপস সাহা। শুক্রবার তেহট্টে গিয়ে বিধায়ক কার্যালয় ঘিরে নেয় (CBI) সিবিআই। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পুরো বাড়ির চারদিকে বলয় তৈরি করেছেন। তেহট্টের বিধায়ককে কি নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার করা হবে? এমন প্রশ্ন তৈরি হয়েছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআইকে (CBI) তদন্তের নির্দেশ দেয়। এরপর বিধায়ক তাপস সাহা বলেন সিবিআইকে সব সত্যি বলে দেব। কী বলবেন তিনি? এ নিয়ে তৃণমূলের ভিতর তৈরি হয়েছে উদ্বেগ।

   

তাপস সাহা আগেই জানান, সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছি। আমি দুর্নীতিতে জড়িত নই। তবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ক্ষোভ উগরে দেন। এবার সিবিআই তার ঘরে ঢুকেছে। তিনি কী বলবেন? এ নিয়ে প্রবল জল্পনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন