Abhishek Banerjee: কোচ-রাজ্যে’র সভায় তৃণমূল ‘যুবরাজ’ অভিষেকের তিন তুরুপের তাস কারা?

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কোচবিহার সফরের আগে বাড়তি উত্তেজনা শুরু হয়েছে কোচবিহার জুড়ে৷ তবে কী অভিষেকের সভাতেই তিন বিধায়ক তৃণমূলে যোগদান করবে?

Abhishek Banerjee Cooch Behar meeting

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) দলবদলের পর রাজ্য রাজনীতিতে আরও এক ডজন বিধায়কের দলবদলের কথা বারবার শোনা যাচ্ছে৷ এরই মধ্যে আবার কোচবিহারের (Cooch Behar) তিন বিধায়কদের জল্পনা আরও তীব্র হয়েছে৷ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কোচবিহার সফরের আগে বাড়তি উত্তেজনা শুরু হয়েছে কোচবিহার জুড়ে৷ তবে কী অভিষেকের সভাতেই তিন বিধায়ক তৃণমূলে যোগদান করবে?

Advertisements

আরও পড়ুন: CAG is Coming: ক্যাগের রাজ্য সফর নিয়ে শুভেন্দুদের বিঁধলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

   

সুমনের দলবদলের পর কুণাল ঘোষদের বলতে শোনা গিয়েছিল, হাফ ডজন সাংসদ এবং এক ডজন বিধায়করা তৃণমূলে যোগদানের জন্য পা বাড়িয়ে রেখেছে। যা নিয়ে বিজেপির অন্দরেও শোরগোল পড়ে গেছে। আবার কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট করে বলেন জেলার তিন বিধায়ক দলবদলে আগ্রহী। তাহলে কী আজই কী সেই সময়?

আরও পড়ুন: Tripura Election 2023: বিজেপিকে ঠেকাতে কৌশলে সিপিএমের প্রশংসা অভিষেকের

গত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি তৃণমূলের হাত থেকে বিজেপিতে চলে যায়। বিধানসভা নির্বাচনেও চমকপ্রদ ফল রয়েছে বিজেপির। আগামী নির্বাচনের আগে বিজেপির তিন বিধায়কদের দলবদলের সম্ভাবনা দলকে আরও দুর্বল করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলেও।

Advertisements

আরও পড়ুন: Suvendu Adhikari: সুমনের দলবদলে যোগ এসপি-ডিএমদের তোপ দাগলে শুভেন্দু

গতকাল আলিপুরদুয়ারের সভা থেকে সুমনের দলবদল নিয়ে এসপি ও ডিএমদের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কটাক্ষ, সুমনকে দলবদলে সাহায্য করেছেন এরাই। শনিবার আবার কোচবিহারের বিধায়কদের দলবদলে বিজেপির অন্দরে নতুন করে চাপানুতোর তৈরি হতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।