WBCHSE HS Topper 2024 Avik Das: ডাক্তার-ইঞ্জিনিয়র নয়, মহাকাশের রহস্যভেদের স্বপ্নে বিভোর এবারের উচ্চমাধ্যমিকে প্রথম অভীক

চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রথম (HS Topper 2024) হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস (HS Topper 2024 Avik Das)। তাঁর প্রাপ্ত নম্বর…

what does first in hs first 2024 abhik das want to be in the future, উচ্চমাধ্যমিক ২০২৪ প্রথম অভীক দাস ভবিষ্যত পরিকল্পনা

চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রথম (HS Topper 2024) হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস (HS Topper 2024 Avik Das)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। ভবিষ্যতে কি হতে চান উচ্চমাধ্যমিকে শীর্ষস্থান দখনকারী এই ছাত্র? চেনা ছকে ডাক্তার বা ইঞ্জিনিয়র নয়, অভীকের ইচ্ছা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করবে সে। মহাকাশের বিষয়ে অগাধ আগ্রহ থেকেই তাঁর এই চেষ্টা।

আলিপুরদুয়ারের পূর্ব অরবিন্দ নগরের বাসিন্দা ছেলে অভীকের সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা প্রবীরকুমার দাস। তিনি বলেন, ‘খুব ভাল লাগছে। প্রথম পাঁচে থাকবে আশা ছিল, তবে যে প্রথম হবে, এটা আশা করিনি। ইতিমধ্যেই ও জয়েন্ট দিয়েছে। অন্যান্য সর্বভারতীয় স্তরের পরীক্ষা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে।’

   

আরও পড়ুন- HS Result 2024: এবার উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ, শীর্ষে পূর্ব মেদিনীপুর

ছাত্রের সাফল্যে গর্বিত ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু বিশ্বাস। তাঁর কথায়, ‘ভীষণ ভাল লাগছে। মাধ্যমিকে চতুর্থ হয়েছিল। ও ক্লাসে বরাবর ভাল ছাত্র হিসাবে পরিচিত ছিল। পাশাপাশি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম হত। বিভিন্ন বিতর্ক ও কুইজ়েও নিয়মিত অংশ নিত এবং সফল হত।’

আরও পড়ুন- HS Exam 2025 Routine: ২০২৫ সালে উচ্চমাধ্যমিক শুরু কবে? জানুন আগামী বছরের পরীক্ষার রুটিন

কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন অভীক দাস? এ দিন বিকেল ৩টে থেকে শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইটে (https://wbresults.nic.in/) সরাসরি রেজাল্ট দেখা যাবে।

১০ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলিকে দেওয়া হবে। একই দিনে স্কুলের তরফে পড়ুয়াদের হাতে সেই মার্কশিট এবং শংসাপত্র তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- WB HS Result 2024: উচ্চমাধ্যমিকের রিভিউয়ে আসছে বিরাট পরিবর্তন, কী জানালেন সংসদ সভাপতি?