HS Exam 2025 Routine: ২০২৫ সালে উচ্চমাধ্যমিক শুরু কবে? জানুন আগামী বছরের পরীক্ষার রুটিন

২০২৪ সালের পরীক্ষার ফলাফলের দিনই প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (HS Examination 2025)। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগামী বছরের পরীক্ষার রুটিন প্রকাশ করেন।…

West Bengal HS Examination Routine, ২০২৫ সালে উচ্চমাধ্যমিক শুরু কবে? জানুন আগামী বছরের পরীক্ষার রুটিন

২০২৪ সালের পরীক্ষার ফলাফলের দিনই প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (HS Examination 2025)। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগামী বছরের পরীক্ষার রুটিন প্রকাশ করেন। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনঃ

   

* ৩ মার্চ (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।

* ৪ মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার – ভোকেশনাল সাবজেক্ট।

* ৫ মার্চ (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।

* ৬ মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।

* ৭ মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।

* ৮ মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।

* ১০ মার্চ (সোমবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি।

* ১১ মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি।

* ১৩ মার্চ (বৃহস্পতিবার): ম্যাথমেটিক্স (অঙ্ক), সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস।

* ১৭ মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স।

* ১৮ মার্চ (মঙ্গলবার): স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

২০২৫ সাল থেকে আগের ছন্দেই ফিরছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। শুধুমাত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা ২ ঘণ্টা হবে। সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বেলা ১২ টা পর্যন্ত। ২০২৪ সালে সকাল ৯.৪৫ মিনিট থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল।

আরও পড়ুন- HS Result 2024: এবার উচ্চমাধ্যমিকে পাসের হার ৯০ শতাংশ, শীর্ষে পূর্ব মেদিনীপুর

আরও পড়ুন- WB HS Result 2024: উচ্চমাধ্যমিকের রিভিউয়ে আসছে বিরাট পরিবর্তন, কী জানালেন সংসদ সভাপতি?