রেমালের দাপুটে ইনিংসে বেসামাল বাংলা, দুর্যোগ থেকে নিস্তার কবে?

ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতেই আছড়ে পড়েছে দুই বাংলার মধ্যবর্তী স্থলভাগে। কলকাতা সহ এ পার বাংলায় চলছে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবার সকাল থেকেই…

ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতেই আছড়ে পড়েছে দুই বাংলার মধ্যবর্তী স্থলভাগে। কলকাতা সহ এ পার বাংলায় চলছে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সঙ্গে ঝোড়ো হাওয়া। সোমবার সকাল থেকেই বির্পস্ত শহর কলকাতা। অনবড়ত হয়ে চলেছে বৃষ্টি। জল জমেছে বহু রাস্তায়, গাছও পড়েছে। এই দুর্যোগ চলবে কতক্ষণ?

   

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, সোমবার কলকাতা বৃষ্টি চলবে। পাশাপাশি ভিজবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমও। এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ের গতি থাকতে ঘণ্টায় প্রায ৬০ কিলোমিটার।

রেমালের দোসর ভরা কোটাল! জোড়া ফলায় সোমবারও প্রমাদ গুনছে কলকাতা

তবে, মঙ্গলবার থেকে দুর্যোগ কেটে যেতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বিকেলের পর থেকেই বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমনভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

Cyclone Remal Update: আজ দিনভর চলবে বৃষ্টি, দুই জেলায় জারি ‘লাল সতর্কতা’

সোমবার সকালেই শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। বাংলাদেশের উপরে তা অবস্থান করছে। ক্রমে আরও উত্তর-পূর্বে সরে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে রেমালের দাপে এ দিন দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত।

রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সাগর দ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী অংশে বাংলাদেশের মোংলার কাছ থেকে ঝড় স্থলভাগে প্রবেশ করেছে। প্রায় চার ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকায়। কলকাতা শহরেও বহু অংশে গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপরে বিপত্তি ঘটেছে। এন্টালি এলাকায় বাড়ির কার্নিশ ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাতে ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মহানগরে। সোমবার সকাল থেকে শহরে মেট্রো পরিষেবা ব্যাহত। বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলও। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে প্রায় ফাঁকা কলকাতা।