West Bengal: বর্ষায় ডেঙ্গি উদ্বেগ আতঙ্কে রাজ্যবাসী

বর্ষার শুরুতেই ডেঙ্গির উদ্বেগ। শহর জুড়ে এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ২৬০। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। মশার আতঙ্কে রীতিমতো আঁতকে উঠছে রাজ্যবাসী West Bengal)।

Dengue Outbreak

বর্ষার শুরুতেই ডেঙ্গির উদ্বেগ। শহর জুড়ে এখনো পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ২৬০। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। মশার আতঙ্কে রীতিমতো আঁতকে উঠছে রাজ্যবাসী West Bengal)। নিত্যদিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত বছর ডেঙ্গিতে একের পর এক মৃত্যু হয়েছিল। যার জেরে এবার কলকাতা পৌরসভা ডেঙ্গি ভাগানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। তবে সমস্ত ব্যবস্থা ভেঙে ফের হানা দিয়েছে ডেঙ্গি।

বর্ষা শুরু হওয়ার দেড় মাসের মধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতি। শুধু সরকারি হিসেবে এখনো পর্যন্ত ২৬০ তবে বেসরকারি হিসেবে নজর রাখলে তার সংখ্যা আরো অনেক বেশি। কলকাতা পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা ডিসেম্বর মাসে পুরসভার টাউন হলে এই ডেঙ্গি নিয়ে একটি বৈঠক করেন। এবং জানুয়ারি মাস থেকে তারা ডেঙ্গি ড্রাইভ শুরু করেছেন। এখনো পর্যন্ত জানানো হয়েছে তারা ১০০ টির বেশি কেস করেছে এবং তিন লক্ষের বেশি জরিমানা আদায় করা হয়েছে।

এর সঙ্গেই প্রত্যেকদিন সকালে, বিকেলে মশা মারার স্প্রে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। কিন্তু তারপরেও এত পরিমাণে ডেঙ্গি কিভাবে বাড়ছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে।

আজ কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমান এই বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
এখনো পর্যন্ত শহর কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৫০ এর বেশি।অন্যদিকে দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী ডেঙ্গি আক্রান্ত ৫০। এর সঙ্গেই হুগলিতে ডেঙ্গি আক্রান্ত শতাধিক।