West Bengal Politics: তৃণমূলের অনেক নেতা তোলা আদায় করছে: অর্জুন সিং

Arjun Singh

West Bengal Politics: এলাকায় তৃণমূলের অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে। নেতা সেজে অনেকে ঠিকাদারি করছে৷ জোর করে টোটো অটো থেকে তোলা তুলছে৷ এদের বরদাস্ত করবেন না৷ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এমনই জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসার পর এই প্রথম দলেরই বিরুদ্ধে সরব। যদিও বিজেপিতে থাকার সময় তৃণমূলের বিরুদ্ধে বারবার সন্ত্রাস ছড়ানোর অভিযোগ এনেছিলেন অর্জুন সিং।

দলবদলে এক বছরের মাথায় অর্জুন সিং জানালেন দলের কার্যকলাপে তিনি অসন্তুষ্ট। জগদ্দলের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। অর্জুন সিং বলেন, এলাকায় তৃণমূলের অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে।

   

তিনি বলেন, আমি ভুল বুঝে দুই বছর অন্য দলে ছিলাম। একইসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিলেন, যাঁদের আগে তৃণমূলের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তাঁর এখন তৃণমূলের সঙ্গে যুক্ত। দলে থেকে নেতা সেজে অনেকে ঠিকাদারি করছেন।

এর আগে অবশ্য নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন অর্জুন সিং। বলেছিলেন, টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দু’জন চুরি করছে, আর ৯৮ শতাংশ তৃণমূলকে চোর বলা হচ্ছে। মানুষ কিন্তু একটু আমাদের ওপরে খারাপ নজরে দেখছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন