ভোট মিটতেই কল্পতরু মমতা! কৃষকদের ৩০০০ কোটি টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

একুশের বিধানসভা ভোটের মতো চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় নজরকাড়া ফল করেছে তৃণমূল কংগ্রেস (Mamata Banerjee)। ভোট মিটতেই ফের কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক…

একুশের বিধানসভা ভোটের মতো চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় নজরকাড়া ফল করেছে তৃণমূল কংগ্রেস (Mamata Banerjee)। ভোট মিটতেই ফের কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৯৩ কোটি টাকা অর্থসাহায্য করল পশ্চিমবঙ্গ সরকার (Mamata Banerjee)। একই সঙ্গে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষকবন্ধু প্রকল্পে অর্থসাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে এই খবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, (কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যজুড়ে ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদারদের ২,৯০০ কোটি টাকা সহায়তা দেওয়া ছাড়াও) আমরা আজ থেকে আমাদের ২.১০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২৯৩ কোটি টাকা প্রদান করছি, যাঁরা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন।

   

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার কীভাবে কৃষকদের পাশে থাকে, সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ২০১৯ সালে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে ৩১৩৩ কোটি টাকা! জয় বাংলা!

মান-অভিমান অতীত! কুণাল ঘোষকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

প্রসঙ্গত, বাংলার কোটি কোটি কৃষকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকবন্ধু প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষক জমির পরিমাণ অনুযায়ী ব্যাঙ্কের মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় এবার ১ কোটি ৫ লক্ষ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ২ হাজার ৯০০ কোটি টাকা।

 

এদিকে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই কৃষকদের জন্য বিরাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম কিষাণ সম্মাননিধির আওতায় দেশের প্রায় ৯ কোটি কৃষককে ২০,০০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। সোমবার সকালে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন মোদী। যদিও ঠিক কবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে তা এখনও কেন্দ্রের তরফে সরকারি ভাবে জানানো হয়নি।

কুয়েতের অগ্নিকাণ্ড নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর! প্রবাসী বাঙালিদের জন্য বিশেষ ব্যবস্থা

ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর করলাম। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।

দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২৪ ফেব্রুয়ারি, ২০১৯-এ শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না। তিনটি ধাপে ২০০০ টাকা করে দেওয়া হয়।

হেলিকপ্টার নামলই না অথচ খরচ ২ কোটি! রেগে আগুন মমতা