কুয়েতের ভয়াবহ অগ্নিকাণ্ডের (Kuwait Fire) ঘটনায় গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে! এই অগ্নিকাণ্ডে এখনও অবধি ৪০ জন ভারতীয়র মৃত্যুর ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক। আর এবার এই নিহত, আহত এবং বিপর্যস্তদের মধ্যে কোনও বাঙালি বা পশ্চিমবঙ্গের কেউ আছেন কিনা, তা নিয়ে দ্রুততার সঙ্গে খোঁজখবর করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রয়োজনে যাতে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত সুযোগ সুবিধা এই বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে!
অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা এবং বিপর্যস্ত পরিবার গুলির সমবেদনা জানিয়ে নিজের ‘X’ হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! সেখানে তিনি লিখেছেন – “কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত। ইতিমধ্যেই ৪০ জনের প্রাণ গিয়েছে! আমি ইতিমধ্যেই কুয়েতে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থতা সম্পর্কে জানতে এবং জরুরী ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নিতে আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছি। “
হেলিকপ্টার নামলই না অথচ খরচ ২ কোটি! রেগে আগুন মমতা
এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বিদেশে আটকে পড়া বা বিপদে পড়া মানুষজন বিশেষ করে বাঙালিদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে।
Deeply shocked to know about the devastating fire incident of Kuwait, which has already taken a toll of more than 40 lives. My condolences to the bereaved families.
I have instructed my Chief Secretary and Resident Commissioner in Delhi to be in constant touch with Ministry of…
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2024
কুয়েতের এই ঘটনায় একদিকে যেমন কেন্দ্রীয় সরকার নিজেদের সর্বশক্তি নিয়ে বিপর্যস্ত মানুষগুলির পাশে থাকার চেষ্টা করছে, সেরকম ভাবে পশ্চিমবঙ্গ সরকারও নিজের রাজ্যের বাসিন্দাদের খোঁজখবর নিতে, এবং এরকম বিপদের দিনে প্রয়োজন মতো সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যে প্রস্তুত রয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে!
বিরাট উপহার মমতার! এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা