প্রতিশ্রুতিপূরণ! সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াল মমতা সরকার

ঘোষণা হয়েছিল (Village Police Volunteer) চলতি বছরের বাজেটে। অবশেষে সেই ঘোষণা বাস্তবায়িত হল। সিভিক ভলান্টিয়ারদের (ভিলেজ) ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল রাজ্য সরকার। তাঁদের বেতন ১০০০…

Mamata Civic প্রতিশ্রুতিপূরণ! সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়াল মমতা সরকার

ঘোষণা হয়েছিল (Village Police Volunteer) চলতি বছরের বাজেটে। অবশেষে সেই ঘোষণা বাস্তবায়িত হল। সিভিক ভলান্টিয়ারদের (ভিলেজ) ‘দৈনিক মজুরি’ বৃদ্ধি করল রাজ্য সরকার। তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি হতে চলেছে। এবারের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ভাতা (Village Police Volunteer) বৃদ্ধির কথা ঘোষণা করেন। 

সোমবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ, মাসে তাঁদের বেতন বাড়ছে প্রায় হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা সাধারণত ৩৪৪ টাকা প্রতিদিন হিসেবে ভাতা পান। সেই ভাতাই বেড়ে এবার হয়ে যাবে ৩৭৮ টাকা।

   

এবারের বাজেটে দেড় লক্ষের বেশি সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়। এই খাতে মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এবার এই টাকার কিছু অংশ ঢুকবে ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের পকেটে।

পদ হারাতে পারেন একাধিক পুরপ্রধান! মমতার রিপোর্ট কার্ড ঘিরে শুরু জল্পনা

প্রসঙ্গত, মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা এই ভিলেজ পুলিশ পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হয় ২০ থেকে ৩০ বছরের মধ্যে। জেলা পুলিশই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাধারণত গ্রাম পঞ্চায়েত এলাকার খবরাখবর রাখার কাজ করতে হয় ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের।

এবারের বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের অবসরকালীন সুবিধাও বাড়ানো হয়েছে। অবসরকালীন সুবিধা হিসেবে তাঁরা ২-৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তাঁরা ৫ লাখ টাকা পাবেন বলেও ঘোষণা করা হয়। এই খাতে রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যবহার করতে চলেছে।

পদ হারালেন গয়াল! জেপি নাড্ডাকে বিরাট দায়িত্ব দিল বিজেপি

সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের ভাতা বাড়ানো ছাড়াও অবসরকালীন সুবিধাও বাড়ানো হয়েছে। রাজ্যের এই সমস্ত কর্মীরা এতদিন ধরে অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তাঁরা ৫ লাখ টাকা পাবেন বলেও ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্য সরকার ১০০ কোটি টাকা খরচ করবে বলে জানানো হয়।