Weather Update: হাওয়া মোরগ বলছে দুর্গাপুজো হবে ঝলমলে রোদ্দুরে

55

পুজোর মুখে আবহাওয়া (Weather Update) নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই মাতৃ আরাধনায় (Durga Puja) মেতে উঠবে সকলে। ইতিমধ্যে একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়েছে। এহেন অবস্থায় অনেকেরই মনে প্রশ্ন উঠছে যে পুজোর আনন্দে বাধ সাধবে বৃষ্টি?

হাওয়া মোরগ জানাচ্ছে, পুজোর মুখে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়া উত্তর বঙ্গে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

এদিকে ভ্যাপসা গরমে আবারও নতুন করে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বজায় রয়েছে আদ্রতাজনিত পরিস্থিতি।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)