এতদিন আপনি জানতেন যে ত্বক আর চুলের স্বাস্থ্য ভালো রাখতে অ্যালোভেরা (Aloe vera ) জেল খুব কাজের। এবার জেনে নিন যে, শরীরের সর্বাঙ্গীন সুস্থতার জন্য একই রকম প্রয়োজনীয় হয়ে উঠতে পারে তার জ্যুস। বিশেষ করে যাঁরা পেটের নানা অসুখে ভোগেন বছরের অধিকাংশ সময়ে, বা মুখে খুব ব্রণ বের হয়, তাঁরা অবশ্যই সকালে খালি পেটে অ্যালোভেরা জ্যুস খাওয়ার অভ্যেস তৈরি করুন।
এবার প্রশ্ন, কী এমন থাকে অ্যালো ভেরায়, যা শরীর সুস্থ রাখতে উপযোগী? মনে রাখতে হবে, আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে জীবাণু সহজে বংশবৃদ্ধি করতে পারে। তাই এমন কিছু খেয়ে দিন শুরু করা উচিত যা ক্ষারীয়, যেমন তাজা অ্যালোভেরা জ্যুস। একটি পাতা চিরে ভিতর থেকে শাঁসটা বের করে নিন। তার পর সেটা জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই তাজা জ্যুস রেডি হয়ে যাবে। এই জ্যুস আপনার সিস্টেম আর্দ্র রাখতেও সমান কার্যকর। লিভার ফাংশন ভালো রাখে অ্যালোভেরা, হজমশক্তি বাড়ায়। ফলে আপনি ভিতর থেকে ক্রমশ আরও সুস্থ হয়ে ওঠেন। আর তার ফলেই ঝলমল করে ত্বক।