নামেই শ্রাবণ, সাগরের নিম্নচাপে বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। গতকালই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে একথা জানানো হয়েছিল। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর।…

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। গতকালই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে একথা জানানো হয়েছিল। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর।

এখনও পর্যন্ত যা আপডেট তাতে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার ফলে প্রবল ঝড়, বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে এই নিম্নচাপ অবস্থান করছে বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে। নিম্নচাপটি ক্রমশ বৃদ্ধি করছে বলে জানা গিয়েছে। উপকূলবর্তী জেলা-উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে পরপর তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল। কলকাতাতেও তার প্রভাব পড়তে পারে।

শুধু বৃষ্টিপাত নয়, এই নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া বুইবে। নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ৯ তারিখ এবং ১০ তারিখ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হওয়ার সম্ভবনা মঙ্গল এবং বুধবার।

আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। জারি করা হয়েছে বুলেটিন। মত্স্যজীবীদের আগামীকাল থেকে ১১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকতে পারে হালকা বৃষ্টি।