Weather: উত্তরে জল থৈ থৈ , দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather: এবছর দেশে বর্ষা প্রবেশ করে প্রায় ৭ দিন দেরিতে। তাই স্বভাবতই পশ্চিমবঙ্গেও দেরিতেই প্রবেশ করেছে বর্ষা। এদিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণে বর্ষার আগমনের…

Weather: উত্তরে জল থৈ থৈ , দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather: এবছর দেশে বর্ষা প্রবেশ করে প্রায় ৭ দিন দেরিতে। তাই স্বভাবতই পশ্চিমবঙ্গেও দেরিতেই প্রবেশ করেছে বর্ষা। এদিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণে বর্ষার আগমনের আভাস এখনও মেলেনি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে সোমবারই জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। রাজ্যের একাংশে দক্ষিণ-পশ্চিমী বায়ু ঢুকে পড়েছে গতকালই। এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে। উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

   

খবর অনুযায়ী, উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বর্ষা প্রবেশ করেছে। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আগামী পাঁচদিন উপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে আবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির মাত্রা বেশি থাকবে।