Weather Update: আগামী ২৪ ঘণ্টায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

Weather

Weather Update: শনিবার আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা, রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

   

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৯ মিলি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে উত্তরমুখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।অন্যদিকে নিম্নচাপটি ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা আগামী দু-দিনের মধ্যে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে উত্তর ছত্তিশগড় অতিক্রম করে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন