Weather Update : রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে নামছে তাপমাত্রা

Weather Update

দেশের কিছু রাজ্যে এখনও বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। পশ্চিমবঙ্গেও (West Bengal) ফের দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। মৌসুম ভবনের অনুমান, ১৮-২০ জানুয়ারি বৃষ্টি হতে পারে এ রাজ্যের উত্তরে।

Advertisements

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত দুই দিন হিমালয় সংলগ্ন এলাকা এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়কালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টি হতে পারে। ১৬ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়।

   

জানুয়ারির ১৯ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম এবং মিজোরামে। পরের দিনেও ভিজতে পারে ত্রিপুরা। জম্মু কাশ্মীর ও লাদাখে ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমের এলাকাগুলিতে। ২১-২৩ জানুয়ারি বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে ভারতের উত্তর-পশ্চিমে।

Advertisements

ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত হতে চলেছে রাজস্থান এবং পূর্ব উত্তর প্রদেশ। দৃশ্যমানতা কমার সম্ভাবনা রয়েছে জম্মু, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশে। আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ অনেকটাই নামতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পূর্ব উত্তর প্রদেশে।